জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্সে অাবেদন ৫ লাখ
২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৫ লাখ ৩৭ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে। এর অাগে কোনো শিক্ষাবর্ষে এতো শিক্ষার্থী আবেদন করেনি। আজ (২৫ নভেম্বর) সকাল ১১.৩০টায় সাধারণ ভর্তি কমিটির এক সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ তথ্য জানান।
তিনি অারো জানান, এবার ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা ৪ বছরের মধ্যে অনার্স পাস করতে পারবে। গত শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রেও কোনো সেশনজট থাকবে না। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে।
উল্লেখ্য, এবারের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টায়। সারাদেশে একযোগে প্রায় ২০০ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।