জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির জন্য লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৩শে সেপ্টেম্বর (শুক্রবার ছাড়া) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়সূচি :
১৭ই সেপ্টেম্বর ‘এ’ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের, ১৮ই সেপ্টেম্বর ‘ডি’ ইউনিট জীববিজ্ঞান অনুষদের, ২০শে সেপ্টেম্বর ‘বি’ ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ ও ‘এইচ’ ইউনিট আইআইটির, ২১শে সেপ্টেম্বর ‘ই’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ও ‘জি’ ইউনিট আইবিএ-জেইউ, ২২শে সেপ্টেম্বর ‘সি’ ইউনিট কলা ও মানবিকী অনুষদের এবং ২৩শে সেপ্টেম্বর ‘এফ’ ইউনিট আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরু হবে সকাল নয়টায়।
প্রতিদিন পরীক্ষার শিক্ষার্থীদের পরিমান ভেদে ১ম থেকে ৫ম শিফট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস ও শিফট এর সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাচ্ছে।