ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ ফলাফল

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ ফলাফল প্রকাশিত হয়েছে। যেসব শিক্ষার্থী ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি / উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য স্কলারশিপের আবেদন করেছিলেন, তাদের প্রাথমিক ফলাফলের তালিকা প্রকাশ করা হয়েছে। এই প্রাথমিক তালিকা চেক করে যদি শিক্ষার্থীরা তাদের নাম নির্বাচিত অবস্থায় দেখে, তাহলে তাদেরকে অভিভাবক ও কাগজপত্র সহ স্বশরীরে নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংকের শাখায় (ব্যাংকের শাখা না থাকলে এজেন্ট ব্যাংকিং শাখায় যেতে হবে) উপস্থিত হতে হবে ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে। বিস্তারিত নির্দেশনা এই নিচে দেওয়া হয়েছে।

ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ রেজাল্ট ২০২২ চেক করুন

ডাচ বাংলা বৃত্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের জন্য নির্দেশনা

 প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদেরকে আগামী ০১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংক এর শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) পিতা সহ (পিতার অবর্তমানে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ) উপস্থিত হয়ে Summary Sheet (Primary Selection Letter) এর সাথে নিম্নলিখিত সংযোজনীসমূহ অবশ্যই দাখিল করতে হবে :

  • ১. আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ।
  • ২. আবেদনকারীর পিতা ও মাতার সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
  • ৩. এস.এস.সি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কশীট এর ফটোকপি ।
  • ৪. এস.এস.সি পাশের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের এর ফটোকপি ।
  • ৫. সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা পিতা/মাতা চাকুরীরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতা ও মাতা/অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয়ের বিবরণের মূলকপি ।
  • ৬. প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ/প্রমানপত্রের ফটোকপি । ৭. পিত/মাতা মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে/ আবেদনকারীর ভরণ পোষণ প্রদান না করলে সে সংক্রান্ত সনদ/প্রমাণপত্রের ফটোকপি। ।
  • ৮. আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ/প্রমানপত্রের ফটোকপি ।


বৃত্তি প্রার্থীদের জন্য বিশেষ দ্রষ্টব্য

  • (i) উপরোক্ত সংযোজনীসমূহের মূলকপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে (যদি কোন কাগজপত্রের মূলকপি স্কুলে / কলেজে জমা থাকে তাহলে সেসব কাগজের ফটোকপি স্কুল /কলেজ থেকে সত্যায়িত করে আনতে হবে)।
  • (ii) নির্ধারিত তারিখের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক এর যেকোন শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) উপস্থিত হয়ে উপরোক্ত সংযোজনীসমূহ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রাথমিক বাছাই বাতিল বলে গণ্য হবে ।
  • (iii) প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য ও সংযোজনী সমূহের সত্যতা যাচাই সাপেক্ষ্য নির্ণীত মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে I

How to check result of DBBL scholarship 2022

  • Firstly go to the official website of DBBL
  • There website link is https://app.dutchbanglabank.com/DBBLScholarship/
  • If the link doesn’t work then click on Alternate Link
  • Then Click on ‘Primary Selected List‘ on the left side.
  • write your application id on the search option and press inter button
  • If you are selected then you can see your name, application id and others info.

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ ফলাফল : ব্যাচ তালিকা

Batch IdBatch NameBatch YearApplication Start DateApplication End DateView Result
SSC-2021SSC202203/01/202206/02/2022 Click to See
SSC-2022SSC202230/11/202225/12/2022
HSC-2019HSC201921/07/201915/09/2019 Click to See
SSC-2019SSC201908/05/201913/06/2019 Click to See
HSC-2018HSC201822/07/201815/09/2018 Click to See
SSC-2018SSC201808/05/201808/06/2018 Click to See
HSC-2017HSC201725/07/201726/09/2017 Click to See
SSC-2017SSC201707/05/201705/06/2017 Click to See
HSC-2016HSC201621/08/201621/11/2016 Click to See
SSC-2016SSC201615/05/201631/07/2016 Click to See
HSC-2015HSC201511/08/201530/12/2015 Click to See
SSC-2015SSC201501/06/201509/07/2015 Click to See