ত্রুটি ধরা পরায় স্থগিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফল ২৭ অক্টোবর ২০১৯ (রবিবার) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। সংশোধিত তালিকার ফলাফলে নতুন করে আরো ২,৪৭৮ জন পাশ করেছেন।
এর আগে, ২০ অক্টোবর ক-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলে ১১,২০৭ জন পরীক্ষার্থী নৈর্ব্যক্তিক ও লিখিত উভয় অংশে সমন্বিতভাবে পাশ করে। এই ইউনিটে এবার ৮৮,৯৯৬ জন শিক্ষার্থী আবেদন করেছিল। তবে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮৫,৮৭৯ জন। সেই ফলে পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ। সংশোধিত ফলে পাসের হার ২.৮৮ শতাংশ বেড়েছে।
সংশোধিত ফলে পাসের হার মোট ১৫.৯৩ ভাগ, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১৩,৬৮৫ জন। ফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) এবং এসএমএসে।