দক্ষিণ কোরিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা, এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে- বাংলাদেশ থেকে অনেকেই দক্ষিণ কোরিয়ায় চাকরির জন্য যেতে চান। তাই দুই দেশের মূদ্রার মান ও দক্ষিণ কোরিয়ায় সাধারণত শ্রমিকদের বেতন কত, এই ব্যাপারে জানলে সার্বিকভাবে সেখানকার মাসিক আয়ের একটা ধারণা পাওয়া যাবে। এছাড়া সম্প্রতি বোয়েসেল কর্তৃক দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দাপ্তরিকভাবে দক্ষিণ কোরিয়ার মূদ্রার নাম কোরিয়ান ওন (Korian Won) বা সংক্ষেপে KRW। সেদেশে জনসাধারণ এই মূদ্রাকে ওন (Won) নামেই ডাকে।
কোরিয়ান ওন (KRW) | বাংলাদেশি টাকা (BDT) |
---|---|
1 KRW | 0.084 BDT |
5 KRW | 0.42 BDT |
10 KRW | 0.84 BDT |
25 KRW | 2.10 BDT |
50 KRW | 4.20 BDT |
100 KRW | 8.39 BDT |
500 KRW | 41.96 BDT |
1,000 KRW | 83.91 BDT |
5,000 KRW | 419.56 BDT |
10,000 KRW | 839.12 BDT |
50,000 KRW | 4,195.60 BDT |
দক্ষিণ কোরিয়ার ১০০০০ ওন (KRW) সমান বাংলাদেশের প্রায় ৮৪০ টাকা?
দক্ষিণ কোরিয়ার ১ ওন সমান বাংলাদেশের 0.084 পয়সা। দক্ষিণ কোরিয়ার ১০০ ওন সমান বাংলাদেশের ৮.৩৯ টাকা।
আরো পড়ুন : দক্ষিণ কোরিয়া লটারি আবেদন ২০২৩