অনুমোদিত নতুন ছয়টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে এসব মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে।
অনুমোদিত কলেজগুলো হলো- সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ।