৩৫০০ পদে নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ pdf

প্রায় ৩৫০০ পদে নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সম্প্রতি প্রকাশিত ২টি বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি নন-ক্যাডারের এসব পদে প্রায় ৩৫০০ জনকে চাকরি দেবে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ অক্টোবর থেকে, চলবে ২৫ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত। ২৬ অক্টোবর পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) স্বাক্ষরিত প্রকাশিত দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ২০৫ জন নেবে (বিজ্ঞপ্তির ক্রমিক-৫৫-৭৯)।

বাকি ৩২৪৪ জন নেওয়া হবে ৮০-১৪৭ নম্বর ক্রমিকের বিজ্ঞপ্তি থেকে। বেতন – ৬ষ্ঠ, ৯ম ও ১০ম গ্রেডে। বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ তারিখের মধ্যে বয়স সর্বোচ্চ ৩০ বছর।

অনলাইনে আবেদনের লিংক : আগ্রহী প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd/ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি : ৫০০ টাকা। পদের নাম, আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বিস্তারিত দেখে নিতে পারেন বিজ্ঞপ্তি থেকে।

পিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সার্কুলার ২টির পৃথক ২ লিংক –

http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/aaa93f8c_92da_47d0_b863_79b9da9cf014/(80-147)%20Advertisement-(Combined)%20October%202021.pdf

http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/b809ccdc_eaef_4c6a_9239_664d43688a10/(55-79)Online%20Regi%20(Higher%20Scale)%20October%202021.pdf