বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ pdf | হিসাবরক্ষক পদের mcq answers | BRDB question solution 2022
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ (হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষার mcq উত্তর pdf) এখানে দেয়া হয়েছে। এছাড়া, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার বিগত সালগুলোর প্রশ্ন ব্যাংকও (brdb question bank) পোস্টের নিচে দেয়া আছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (BRDB) হিসাবরক্ষক পদের এই নিয়োগ পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হয়েছে ২৯ অক্টোবর ২০২২ তারিখ সকালে।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ৬২৬ জন নিয়োগ দেয়া হবে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২২
প্রতিষ্ঠানের নাম : | বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) |
পদের নাম : | হিসাবরক্ষক |
পদের সংখ্যা : | ৬২৬টি |
চাকরির ধর : | সরকারি চাকরি |
MCQ পরীক্ষার তারিখ : | ২৯ অক্টোবর ২০২২ |
পূর্ণমান : | ১০০ |
ফলাফল প্রকাশ : | – |
ওয়েবসাইট : | http://brdb.gov.bd |
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ | BRDB question solution 2022
- প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
- পদের নাম : হিসাবরক্ষক
- নিয়োগ পরীক্ষার তারিখ : ২৯ অক্টোবর ২০২২
- সময় : ১ ঘণ্টা
- পূর্ণমান : ১০০
সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান
- ১. ‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে? উত্তরঃ পাহাড়ের পাদদেশে
- ২. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? উত্তরঃ নিপা পাম
- ৩. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? উত্তরঃ MS DOS
- ৪. ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone’ হিসেবে গণ্য? উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল
- ৫. চা পাতায় কোন ভিটামিন থাকে? উত্তরঃ B Complex [ভিটামিন বি কমপ্লেক্স]
- ৬. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? উত্তরঃ সংবাদ মাধ্যম
- ৭. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তরঃ মহেশখালী
- ৮. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? উত্তরঃ ৩০টি
- ৯. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? উত্তরঃ ভূপৃষ্ঠে
- ১০. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে? উত্তরঃ নীহাররঞ্জন রায়
গণিত প্রশ্নের সমাধান
- ৫১. ক, খ ও গ এর মাসিক বেতনের অনুপাত ২:৩:৫। গ এর মাসিক বেতন ক অপেক্ষা ১২০০০ টাকা বেশি হলে খ এর বেতন কত? উত্তরঃ ১২০০০ টাকা
- ৫২। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টিপাত ছিল ০.৭৫ মি.মি। ঐ মাসের মোট বৃষ্টিপাত কত? উত্তরঃ ২১.৭৫ মি.মি
- ৫৩। কোন সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৬ যোগ করলে যোগফল ৮০০ হবে? উত্তরঃ ১৪
- ৫৪। দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? উত্তরঃ ৩২
- ৫৫। এক খন্ড জমির দৈর্ঘ্য ১৫০ ফুট এবং প্রস্থ ৭২ ফুট। ঐ জমির ক্ষেত্রফল কত কাঠা? উত্তরঃ ১৫ কাঠা [১ কাঠা = ৭২০ ফুট]
- ৫৬। একটি গাড়ির চাকা ১ মিনিটে ৬০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? উত্তরঃ ৩৬০°
- ৫৭। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। সংখ্যা দুটির সাথে ২ যোগ করলে অনুপাত ২:৩ হয়। সংখ্যা দুটি কত? উত্তরঃ ১০ ও ১৬
- ৫৮। X0 +Y0 +Z0 = কত? উত্তরঃ 3
- ৫৯। x-1/x=1 হলে x3-1/x3 এর মান কত? উত্তরঃ 4
- ৬০। ০.১২ × ০.০০১০ × .০০১২ = কত? উত্তরঃ ০.০০০০০০১৪৪
ইংরেজি প্রশ্নের সমাধান
৬১। Choose the correct sentence. উত্তরঃ Cow is a useful animal.
৬২। ‘The English’ means: উত্তরঃ The people of England
৬৩। The adjective form of cow is? উত্তরঃ bovine
৬৪। Do it at once এর Passive voice হবে? উত্তরঃ Let it be done at once.
৬৫। Choose the indirect speech of- They said to him “Sir Please visit our office today.” উত্তরঃ They requested him respectfully to visit their office that day.
৬৬। Iron is the most useful metal- The positive form of the sentence is? উত্তরঃ No other metal is as useful as Iron.
৬৭। Which one is used as prefix? উত্তরঃ co [coeducation = সহশিক্ষা]
৬৮। Choose the correct words to complete the sentence- Last night I came to my house and found that the door —. উত্তরঃ
৬৯। Fill in the blank with the appropriate word given below. If I — a king. উত্তরঃ were
৭০। Which is negative of the sentence- Man is mortal. উত্তরঃ Man is not immortal.
৭১। Choose the complex sentence. উত্তরঃ It is unfortunate that he failed.
৭২। Choose correct words to complete the sentence- “This balm has lessened your pain —”. উত্তরঃ hasn’t it
৭৩। The gift of the gab- means? উত্তরঃ ability to speak easily
৭৪। সে কঠোর পরিশ্রম করে, তাই না?-এর ইংরেজি অনুবাদ? উত্তরঃ He works hard, doesn’t he?
৭৫। Choose synonym of ‘Defence’. উত্তরঃ resistance
বাংলা প্রশ্নের সমাধান
- ৭৬. তাতারি কোন উপন্যাসের চরিত্র? উত্তরঃ ক্রীতদাসের হাসি [লেখক শওকত ওসমান]
- ৭৭. ‘প্রথম> পরথম’ কী ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তরঃ বিপ্রকর্ষ [মধ্য স্বরাগম]
- ৭৮। ‘হাঁড়ি হাঁড়ি সন্দেশ’ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে? উত্তরঃ বিশেষ্য ও বিশেষ্য
- ৭৯। সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রুপায়ন? উত্তরঃ ছোটগল্প
- ৮০। পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ? উত্তরঃ মিশ্র [পুথি সাহিত্য আরবি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণীর বাংলা সাহিত্য।]
- ৮১। ‘হাত-ভারী’ বাগধারাটির অর্থ কী? উত্তরঃ কৃপণ
- ৮২। ‘অগ্নি’ শব্দের সমার্থক কোনটি? উত্তরঃ কৃশানু
- ৮৩। ‘নীল অপরাজিতা’ উপন্যাসটির রচয়িতা কে? উত্তরঃ হুমায়ূন আহমেদ
- ৮৪। নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান? উত্তরঃ আষাঢ় [নিত্য মূর্ধন্য-ষ ব্যাবহৃত হওয়া শব্দসমূহ হলো: আষাঢ়, ঈষৎ, উষ্ণ, ঊষা, ঔষধ, কোষ, তুষার, পুরুষ, পুষ্প, প্রত্যূষ, পাষাণ, ভূষণ, ভীষণ, ভীষ্ম, মহিষ, বিশেষ্য, বিশেষণ, বৃষ, মুষিক, মেষ, শোষণ, ষোড়শ, ষণ্ড]
- ৮৫। ‘প্রাণভয়’ কোন সমাস? উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয় [প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়]
- ৮৬। নীচের কোনটি অশুদ্ধ? উত্তরঃ দোষী = নির্দোষী [সঠিক দোষী = নির্দোষ]
- ৮৭। মোড়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ মুড় + অক
- ৮৮। মুখচোরা এর সঠিক অর্থ কোনটি? উত্তরঃ লাজুক
- ৮৯। ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম? উত্তরঃ অনুবর্ণ [ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম ফলা]
- ৯০। ‘ঘণ্টা বেজে উঠল’ কোন ধরণের ক্রিয়াপদ? উত্তরঃ যৌগিক
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিগত পরীক্ষার প্রশ্ন ব্যাংক | brdb question bank pdf
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার বিগত সালগুলোর প্রশ্ন ব্যাংক :
brdb question bank pdf download link : https://edudaily24.files.wordpress.com/2022/10/brdb-question-bank.pdf