১৩ এপ্রিল ২০১৪ তারিখ কয়েকটি দৈনিক পত্রিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশিত হয়। এ ব্যাপারে বক্তব্য দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ণ, সিকিউরিটি প্রেসে মুদ্রণ এবং প্রশাসনের মাধ্যমে বিতরণের কাজটি নিছিদ্র নিরাপত্তার মধ্যে সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।
’প্রশ্নপত্র ফাঁসের খবর বিভ্রান্তিকর’ মন্তব্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এরপরও পরীক্ষার আগে কেউ প্রশ্নপত্র পেয়েছেন, এমন তথ্য থাকলে ঐ প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর অনুরোধ করা গেল।’