প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (৯ ফেব্রুয়ারি ২০২০) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের ব্যাপারে মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন দুই ধরনের সহকারী শিক্ষকদের বেতনের গ্রেড ১৩তম হবে । বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষক ১৪তম গ্রেডে ও প্রশিক্ষণবিহীন শিক্ষকেরা ১৫তম গ্রেডে বেতন পান।

নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর- ১৩তম গ্রেডে শুরুতে একজন সহকারী শিক্ষকের মূল বেতন হবে ১১,০০০ টাকা।
এদিকে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনও বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।