ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ৫৫০ জন ফায়ার ফাইটার (ফায়ারম্যান) নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (FSCD)। একই দিন নিয়োগ সংক্রান্ত পৃথক ২টি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
প্রতিষ্ঠান নাম | ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর |
চাকরির ধরন | সরকারি চাকরি |
প্রকাশের তারিখ | ২৫ এবং ৩০ আগস্ট ২০২২ |
পদের নাম | ফায়ার ফাইটার (পুরুষ) |
পদ সংখ্যা | ৫৫০টি |
আবেদন করার মাধ্যম | অনলাইনে |
আবেদন করার শুরুর তারিখ | ৩১ আগস্ট ২০২২ |
আবেদন করার শেষ তারিখ | ২১ সেপ্টেম্বর ২০২২ |
অফিশিয়াল ওয়েবসাইট | http://www.fireservice.gov.bd |
পদের নাম : ফায়ার ফাইটার (পুরুষ)
আগ্রহীরা অনলাইনে ( http://fscd.teletalk.com.bd ) এর মাধ্যমে আবেদন করতে হবে।
Fire service fire fighter job circular 2022 pdf download link : http://www.fireservice.gov.bd/sites/default/files/files/fireservice.portal.gov.bd/notices/fec9dc43_92be_43e7_874a_4146628b63d0/2022-08-29-10-02-6ebe28dd09317941425f0c2c4ac8700e.pdf
কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ’তে এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসিতে জিপিএ ২.০০ হলেই আবেদন করা যাবে।