১৪৩৯ অফিসার পদে ৫ ব্যাংকে অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। সমন্বিত এই ব্যাংক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হলে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) থেকে ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে।
>> ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত ৮ ব্যাংকে ২৪৭৮ অফিসার পদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
৩১ জানুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অফিসার (ক্যাশ) পদে ৫ ব্যাংকে সমন্বিত বাছাই পরীক্ষার মাধ্যমে মোট ১৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে।
কোন ব্যাংকে কতটি শূন্য পদ :
সোনালী ব্যাংক – ৮৪৬টি,
জনতা ব্যাংক – ১০৫টি,
অগ্রনী ব্যাংক – ৪০০টি,
রূপালী ব্যাংক ৮৫টি ও
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৩টি।
★ প্রতিষ্ঠানের ধরন : রাষ্ট্রায়ত্ব ৫ ব্যাংক
★ পদের নাম : অফিসার (ক্যাশ)
★ মোট পদ সংখ্যা : ১৪৪৯টি
★ আবেদনের শেষ তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২১
★ অনলাইনে আবেদনের লিংক/ওয়েবসাইট : https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
★ আবেদন ফি : ২০০ টাকা
১৪৩৯ পদে সমন্বিত ৫ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (pdf) পাওয়া যাবে এই লিংকে : https://erecruitment.bb.org.bd/onlineapp/openpdf.php
বাংলাদেশ ব্যাংক / ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে চলমান সব চাকরির আবেদনের সময়সীমা ও তথ্য জানা যাবে এই লিংকে : https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php