বিটিভি লাইভ সরাসরি সম্প্রচার দেখা যাবে অনলাইনে। BTV live সম্প্রচারের মাধ্যমে সরাসরি খেলা, সর্বশেষ সংবাদ কিংবা অন্যান্য অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে মোবাইল বা কম্পিউটারে নিরবিচ্ছিন্নভাবে দেখা যাবে। মোবাইলে বিটিভি লাইভ সম্প্রচার দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন-এর ইউটিউব চ্যানেল ও গুগল প্লে স্টোরে থাকা অ্যাপারে মাধ্যমে। এছাড়া কেউ যদি ফুটবল খেলা বা ক্রিকেট খেলা লাইভ দেখতে চান, বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও গাজী টিভিতে (G tv) এসব খেলা দেখা যাবে।
অনলাইনে বিটিভির নির্ধারিত ওয়েবসাইটে ও ইউটিউবে বিটিভির চ্যানেলের live ট্যাবে BTV-এর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ও খেলা দেখা যাবে।
সংবাদ সিডিউল |
সকালের সংবাদ সকাল ৮:০০ মিঃ |
The News সকাল ১০:০০ মিঃ |
মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২:০০ মিঃ |
দুপুর ২টার সংবাদ বেলা ২:০০ মিঃ |
The News বিকাল ৫:০০ মিঃ |
দেশ জনপদ খবর সন্ধ্যা ৬ :০০ মিঃ |
আটটার সংবাদ রাত ৮:০০ মিঃ |
The News রাত ১০.০০টায় |
রাতের সংবাদ রাত ১১.৩০টায় |
BTV program schedule 2022 link : http://btv.portal.gov.bd/site/page/6bc2fea7-2a61-4479-9e6e-1811d0e0a9ec
বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও বিশ্বকাপের প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে ৩টি চ্যানেলে। দেশি চ্যানেলগুলো হলো বিটিভি (BTV), টি স্পোর্টস (T sports) এবং গাজী টিভি (G tv)। ২০ নভেম্বর ২০২২ তারিখ রাত ৮টা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। যদিও বিশ্বের বেশ কিছু বড় বড় শিল্পী কাতারে মানবাধিকার লংঘনের প্রতিবাদে এই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এরপরও জমজমাট উদ্বোধনের অপেক্ষায় বিশ্ব।
অনলাইনে স্মার্টফোন অ্যাপ টফিতে (Toffee) দেখা যাবে ম্যাচটি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে এই ম্যাচ। Toffee লিখে স্মার্টফোনের Google Play Store-এ সার্চ করলেই এই অ্যাপটি পাওয়া যাবে। অথবা, সরাসরি এই লিংক থেকেও অ্যাপটি ইনস্টল বা ডাউনলোড করতে পারেন। Toffee app download link : https://play.google.com/store/apps/details?id=com.banglalink.toffee&hl=en&gl=US&pli=1
অনলাইনে বিশ্বকাপ লাইভ দেখতে ক্লিক করুন এই লিংকে :
https://toffeelive.com/#video/36a828a74c6b885ba29eab98e118168c33
বিশ্বকাপ ম্যাচের সময় অনুযায়ী গাজী টিভির এই লিংক থেকে সরাসরি ম্যাচ দেখা যাবে : https://www.youtube.com/watch?v=vSHelsYpvkc