ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ score, পরিসংখ্যান ২০২২, জাতীয় দলের খেলোয়ার, রেকর্ড ২০২২ [Brazil vs Switzerland]
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ score, পরিসংখ্যান ২০২২, জাতীয় দলের খেলোয়ার, রেকর্ড ২০২২ – এ ব্যাপারে বিস্তারিত এখানে আলোচনা করা হলো। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২-এ জি গ্রুপে ব্রাজিল। এই বিশ্বকাপে ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচটি হবে ২৮ নভেম্বর ২০২২ তারিখ বাংলাদেশ সময় রাত ১০টায়। জি গ্রুপের দলগুলো হলো- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
রিচার্লিসনের গোলের মধ্যে থাকা বাড়তি সুবিধা দেবে ব্রাজিলকে। তবে রাফিনহা, ভিনিসিয়ুসদের কাটাতে হবে নিজেদের ফিনিশিং দুর্বলতা। মাঝমাঠে ব্রুনো গুইমারেস, ফ্রেদদের করলে চলবে না কোন ভুল। ডিফেন্সে দুই অভিজ্ঞ সেনা মার্কুইনহোস ও থিয়াগো সিলভাকে যোগ্য সঙ্গ দিতে হবে অ্যালেক্স সান্দ্রো ও এদের মিলিতাওকে।
সুইসদের তিন বিভাগই আজ পড়তে পারে কঠিন পরীক্ষায়। রুবেন ভার্গাস, জিব্রিল সো, জেরদান শাকিরিদের সামনে বড় চ্যালেঞ্জ ব্রাজিলের রক্ষণ ভেদ। অন্যদিকে ম্যানুয়েল আকানজি, নিকো এলভেদিরা কতটা রুখতে পারবেন গতিময় সেলেসাও ফরোয়ার্ডদের, থাকছে সেই প্রশ্নও।
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান ২০২২
১. বিশ্বকাপে ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মধ্যকার আগের দুটি লড়াই ড্রতে শেষ হয়েছে (১৯৫০ সালে ২-২, ২০১৮ সালে ১-১)।
২. সব প্রতিযোগিতা মিলে দুই দলের মুখোমুখি নয়টি লড়াইয়ে ব্রাজিল জিতেছে তিন ম্যাচে। সুইজারল্যান্ড জয় পেয়েছে দুটিতে। অপর চারটি ড্র।
৩. ব্রাজিল বিশ্বকাপে তাদের শেষ ১৬টি গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত। যা বিশ্বকাপে গ্রুপে পড়বে সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ড।
৪. বিশ্বকাপে কখনোই টানা দুইটি ম্যাচে জয় পায়নি সুইজারল্যান্ড।
৫. ব্রাজিলের হয়ে সব প্রতিযোগিতায় রিচার্লিসন তার শেষ সাতটি ম্যাচে নয়টি গোল করেছেন।
৬. সুইজারল্যান্ডের হয়ে শেষ চার ম্যাচের তিনটিতে গোল করেছেন ব্রিল এম্বোলো।