ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির ইফতার মাহফিল রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্লাব ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় ইফতার সামিট ২০২২।
১৫ এপ্রিল ২০২২ (শুক্রবার) বনানীর ‘খান এ মজলিশ’ রেস্টুরেন্টে আয়োজন করা হয় এই ইফতার সামিটের। এতে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন। এই মিলনমেলায় অংশ নেয় ফার্মেসি বিভাগের শতাধিক শিক্ষার্থী।
ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি-র সাধারন সম্পাদক রাগিব হাসান বলেন, “করোনার প্রকোপ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে সম্প্রিতির নতুন সুচনা করেছি আমরা, আশা করি প্রান্তন এবং নতুনের এই ধরণের মিলন মেলার ধারাবাহিকতা বজায় রাখবেন ক্লাবের আগামীর উওরসুরীরা।”