শিক্ষা বার্তা

শীতার্তদের পাশে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি

প্রতি বছরের মতো এবারও শীতার্তদের সাহায্যে এগিয়ে এসেছে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি (বিইউপিএস)। প্রজেক্ট হোপের আওতায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র সরবরাহ করা হয়। ছিন্নমূল ও অসহায়দের মাঝে প্রায় ১০০ কম্বল ও ১০০টি নতুন শীতবস্ত্র বিতরণ করেন তারা।

ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির উদ্যোগে এই আয়োজন করা হয়। রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে গত রবিবার সকালে কড়াইল বস্তির অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় ফার্মা সোসাইটির আ্যডভাইজার সহকারি অধ্যাপক ড. শাহানা শারমিনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

শীতার্তদের পাশে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি 3

গত বছরের তুলনায় এবছর দেশে শীতের প্রকোপ আরো মারাত্মক আকার ধারণ করেছে। বরাবরের মতো শীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অসহায়, দরিদ্র, দিনমজুররা। ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি এই শীতার্ত মানুষের কথা চিন্তা করে প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখে। কড়াইল বস্তিতে বসবাসরত দিনমজুর আমেনা খাতুন শীতবস্ত্র পাওয়ার পর বলেন, “এই শীতে আমগো অনেক কষ্ট হইছে। কম্বল পাইয়া আমি অনেক খুশি। মোর মেয়েও শীতের জামা পাইছে।”

করোনাকালীন সময়ে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। তবে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির সদস্যরা করোনার সকল বিধি-নিষেধ মেনে শীতবস্ত্র বিতরণ করেছে এবং বিতরণকারী সকল সদস্য করোনা টিকার দুইটি ডোজ সম্পূর্ণ করেছিলেন।

ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব হোসেন জানান, “সমাজে অবেহেলিত মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে বরাবর মতো ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির এইবারের আয়োজন। সামনে ছিন্নমূল মানুষের জন্য বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে আমাদের।”

শীতার্তদের পাশে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি 4
এডু ডেইলি ২৪