বিসিএস প্রার্থীদের জন্য বই ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’

একুশে বইমেলায় (২০২০) চাকরি প্রার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’। ৩৩ জন বিসিএস ক্যাডারের বাস্তব অভিজ্ঞতার আলোকে বইটি রচনা ও সম্পাদনা করেছেন ফিচার লেখক এম এম মুজাহিদ উদ্দীন।


‘ভাইভা বোর্ডের মুখোমুখি’ বই সম্পর্কে এম এম মুজাহিদ উদ্দীন বলেন, “৩৩জন বিসিএস ক্যাডারের অভিজ্ঞতা ছাড়াও আরো দুটি অধ্যায় রয়েছে। একটি অধ্যায় বঙ্গবন্ধুর সমগ্র জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক কথায় প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হয়েছে। অন্য একটি অধ্যায়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক, রাজনীতি, দেশের দর্শনীয় স্থানের বর্ণনা। চাকরি প্রার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও বইটি কাজে আসবে।”

বইটি রচনায় সার্বিক দিক-নির্দেশনা দিয়েছেন ওয়ারি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম। বইটি স্টারলিং পাবলিকেশন্স প্রকাশ করেছে। একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে পারিজাত প্রকাশনীর ৩৫১-৩৫২ নম্বর স্টলে। এছাড়া রকমারি ডটকমসহ দেশের অভিজাত লাইব্রেরি সমূহে বইটি পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, এম এম মুজাহিদ উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেছেন। তিনি নিয়মিত প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকায় ফিচার লিখে থাকেন।

bcs viva board real interview bd
বই : ভাইভা বোর্ডের মুখোমুখি