মরক্কো বনাম ক্রোয়েশিয়া খেলা কবে, পরিসংখ্যান, লাইভ score, জাতীয় ফুটবল দল, হেড টু হেড, রেকর্ড, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২ [Morocco vs Croatia]

কাতার বিশ্বকাপে মরক্কো বনাম ক্রোয়েশিয়া খেলা কবে, পরিসংখ্যান, লাইভ score, জাতীয় ফুটবল দল, হেড টু হেড, রেকর্ড, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ [Morocco vs Croatia] এই পোস্টে তুলে ধরা হলো। মরক্কো vs ক্রোয়েশিয়া দলের খেলা বাংলাদেশ সময় ১৭ ডিসেম্বর ২০২২ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৯টায়। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ এর তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মরক্কো (Morocco)-এর মুখেমুখি হবে ক্রোয়েশিয়া (Croatia)।

FIFA world cup 2022 Live Score Morocco vs Croatia [3rd place match]

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ :২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

মরক্কো বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান / সমীকরণ

  • ১. এখন পর্যন্ত মাত্র দুইবার মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও মরক্কো। যার একটি এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে। দুই দলের প্রথম ম্যাচটি হয়েছিল ১৯৬৬ সালে। কিং হাসান টু আন্তর্জাতিক কাপের সেমিফাইনালের সেই ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ক্রোয়াটরা (তৎকালীন যুগোস্লাভিয়া)।

  • ২. প্রথম আরব ও আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে মরক্কো। প্রথম আরব ম্যানেজার হিসেবে কোন দলকে ফুটবলের মহাযজ্ঞের সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়ে রেকর্ড গড়েছেন ওয়ালিদ রেগরাগিও।

  • ৩. সেমিফাইনালের আগে কাতার বিশ্বকাপে প্রতিপক্ষ কোনো দলের কাছে গোল হজম করেনি মরক্কো। ফ্রান্সই প্রথম সক্ষম হয় আরবদের জালে বল রাখতে। এর আগে গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে তাদের হজম করা গোলটি ছিল নায়েফ আগুয়ের্ডের দেওয়া আত্মঘাতী গোল।

  • ৪. এর আগেও বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া। ১৯৯৮ বিশ্বকাপের এই ম্যাচে নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছিল দলটি।

  • ৫. সর্বশেষ চারটি বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা দলগুলোর সবকটিই ছিল ইউরোপের। ২০০২ সালে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইউরোপের বাইরের কোনো দল হিসেবে শেষবার এই কৃতিত্ব দেখিয়েছিল মূলত এশিয়ার দল হিসেবে পরিচিত তুরস্ক।

  • ৬. গত ১৯টি ফিফা বিশ্বকাপ ধরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ গড়ায়নি টাইব্রেকারে। এর মধ্যে অতিরিক্ত সময়ে এই ম্যাচ একবারই গড়িয়েছিল ১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্স ও বেলজিয়াম ম্যাচে।

  • ৭. এখন পর্যন্ত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে ছয়টি গোল করেছেন ইভান পেরিসিচ। আর একটি গোল করলেই দাভোর সুকারকে টপকে এই প্রতিযোগিতায় ক্রোয়াটদের সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

মরক্কো বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড

morocco vs croatia
মরক্কো বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড

মরক্কো বনাম ক্রোয়েশিয়া খেলার চমক

  • সাফল্য পেতে গোল করার বিকল্প নেই মরক্কোর। তার জন্য সামনে থেকে নেতৃত্ব দিতে হবে হাকিম জিয়েশকে। আক্রমণ গড়ার পাশাপাশি গোল করার দিকেও মনোযোগী হতে হবে চেলসি ফরোয়ার্ডকে। সেই সঙ্গে ফিনিশিংটা ঠিকমতো করতে হবে সোফিয়ান বোফাল-ইউসেফ এন নেসিরিকেও।রক্ষণের নেতৃত্ব থাকবে আশরাফ হাকিমির কাঁধেই, পাশাপাশি ডান প্রান্ত থেকে সফল আক্রমণ গড়তেও পিএসজি তারকার ওপর নির্ভর করবে মরক্কানরা।

  • তৃতীয় হওয়ার গৌরব অর্জন করতে ক্রোয়েশিয়াকে খেলার ধরণ বদলে হতে হবে আক্রমণাত্মক। কাউন্টার অ্যাটাকের ভরসায় না থেকে প্রতিপক্ষ গোলমুখে একের পর এক আক্রমণ চালাতে হবে ইভান পেরিসিচ-আন্দ্রেজ ক্রামারিচদের। মাঝমাঠে লুকা মদ্রিচের উপস্থিতিও হতে হবে প্রাণবন্ত। গোল হজমের হাত থেকে দলকে রক্ষা করতে দমিনিক লিভাকোভিচকেও থাকতে হবে সেরা ছন্দে।

মরক্কো বনাম ক্রোয়েশিয়া খেলা কবে কখন কোথায়?

  • দল / দেশ : মরক্কো বনাম ক্রোয়েশিয়া
  • কখন : Morocco vs Croatia এর খেলা শনিবার ১৭ ডিসেম্বর ২০২২, বাংলাদেশ সময় রাত ৯টা ২০২২।
  • খেলার মাঠ বা ভ্যেনু : খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম, আল রাইয়ান, কাতার।

কাতার বিশ্বকাপে মরক্কো স্কোয়াড

মরক্কো জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-৩-৩

  • (৪-৩-৩) ইয়াসিন বুনো (গোলরক্ষক)
  • নায়েফ আগুয়ের্ড
  • আশরাফ হাকিমি
  • রোমেইন সাইস
  • নৌসাইর মাজরাউই
  • সোফিয়ান আমরাবাত
  • আবদেলহামিদ সাবিরি
  • আজজেদিন ওনাহি
  • সোফিয়ান বোফাল
  • ইউসেফ এন-নেসিরি
  • হাকিম জিয়েশ

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়া স্কোয়াড

ক্রোয়েশিয়া জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-৩-৩

  • ক্রোয়েশিয়ার প্রথম একাদশ :
  • দমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক)
  • জোসিপ স্ট্যানিসিচ
  • দেজান লোভরেন
  • জোসিপ সুতালো
  • বোর্না সোসা
  • লুকা মদ্রিচ
  • মাতেও কোভাচিচ
  • ক্রিস্তিয়ান জ্যাকিচ
  • ইভান পেরিসিচ
  • আন্দ্রেজ ক্রামারিচ ও
  • নিকোলা ভ্লাসিচ

মরক্কো বনাম ক্রোয়েশিয়া ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা

মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।

মরক্কো বনাম ক্রোয়েশিয়া খেলায় ক্রোয়েশিয়া এগিয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা, তবে অঘটন ঘটিয়ে মরক্কো জিতলে অবাক হওয়ার কিছু নেই!

FIFA world cup 2022 Morocco vs Croatia Live streaming TV broadcast / মরক্কো বনাম ক্রোয়েশিয়া live

Morocco vs Croatia football world cup LIVE STREAMING

France vs Australia LIVE STREAMING Link : https://www.crichd.com/argentina-vs-saudi-arabia