গতকাল (১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার) প্রকাশিত হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল। পাস করা শিক্ষার্থীদের প্রায় ৭৯ শতাংশই কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না অর্থাৎ তারা বাদ পড়বে।
কারণ সরকারি-বেসরকারি মিলে মোট আসন আছে ১০,৪০৪টি, আর পাশ করেছেন ৪৯,৪১৩ জন পরীক্ষার্থী। সে হিসেবে নির্ধারিত আসনের চেয়ে ৭৮.৯৪ শতাংশ বেশি শিক্ষার্থী পাশ করেছেন।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল অনুসারে উত্তীর্ণদের মধ্যে ছেলে ২২,৮৮২ (৪৬.৩১ শতাংশ) ও মেয়ে ২৬,৫৩১ (৫৩.৬৯ শতাংশ)।
পাশ করা শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৯০.৫ নম্বর পেয়েছেন একজন ছেলে। আর মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারী পেয়েছেন ৮৯.৬৯। ভর্তি শুরু হবে ২১ অক্টোবর, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানা গেছে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত। সরকারি মেডিকেলে ভর্তি শেষ হওয়ার পর বেসরকারি মেডিকেলগুলোতে ভর্তি শুরু হবে।