পবিত্র রমজানে অফিস সময়সূচি ২০২৫ (Ramadan office timing 2025) ঘোষণা করেছে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২ মার্চ ২০২৫ থেকে রোজা শুরু হতে পারে। রোজা শুরুর দিন থেকে সরকারি অফিসে নতুন সময়সূচি কার্যকর হবে।
রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এই সময়ের মাঝে ১৫ মিনিট বিরতি থাকবে যোহরের নামাজের জন্য। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এই অফিস সূচি নির্ধারণ করেছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ জারিকৃত এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানিয়েছে, হিজরি ১৪৪৬ (২০২৫ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে দেশের সব সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
অফিস চলাকালীন বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বলে জানানো হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে- ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সকল কোর্টের অফিস সময়সূচিও বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
রমজানে অফিস সময়সূচি ২০২৫ : কোন কোন প্রতিষ্ঠানের জন্য
রোজায় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্পকারখানা ও জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিসসূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট।
চাঁদ দেখা সাপেক্ষে ২ মার্চ ২০২৫ তারিখ থেকে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
- ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৫ [Eid greetings status & SMS]
- ঈদ মোবারক পিকচার, শুভেচ্ছা স্ট্যাটাস ও এসএমএস [Eid mubarak picture, status & SMS]
- ফিরতি ট্রেনের ঈদের অগ্রিম টিকিট ২০২৫ : বিক্রির শেষ দিন আজ
- চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
- সৌদি আরবের ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, ঈদের তারিখ ৩০ মার্চ