রাইড শেয়ারিংয়ের অনুমতি দিলো বিআরটিএ

Rate this post

শর্তসাপেক্ষে রাইড শেয়ারিংয়ের অনুমতি দিয়েছে বিআরটিএ। যেসব মোটরসাইকেলের বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নেয়া আছে, কেবল সেগুলোই বর্তমানে রাইডশেয়ার করতে পারবে। বর্তমানে এনলিস্টমেন্ট সার্টিফিকেট আছে মাত্র ১,১৫৬টি মোটরসাইকেলের।

রাইডশেয়ারের ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছেবিআরটিএ। শর্তগুলোর মধ্যে আছে- চালক ও যাত্রীর মাস্ক, ফেস শিল্ড, হ্যান্ড গ্লাভস, নির্দিষ্ট মানদণ্ডের হেলমেট ব্যবহার। ট্রিপের শুরু ও শেষে হেলমেট, মোটরসাবইকেলসহ যাত্রীর মালামাল স্প্রে করে জীবানুমুক্ত করা। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের জন্য বিআরটিএর যেসব নির্দেশনা রয়েছে, এক্ষেত্রেও সেগুলোও মেনে চলতে হবে।

করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চ ২০২০ থেকে রাইড শেয়ারিং সেবা বন্ধ করে দেয় বিআরটিএ। বর্তমানে স্বাভাবিকভাবেই গণপরিবহন চলছে। এই প্রেক্ষাপটে রাইড শেয়ারিংয়ের অনুমতি দেওয়া হলো। পাঠাও, উবার, সহজসহ বেশ কিছু অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.