বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের ফলাফল ২০২২ pdf

Rate this post

বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের ফলাফল ২০২২ শিগগরিই প্রকাশ করা হবে বলে জানা গেছে। খালাসি পদের নিয়োগ পরীক্ষা (লিখিত / mcq) গত ২৫ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। খালাসি পদের নিয়োগ পরীক্ষায় (লিখিত/mcq) মোট ৭০টি প্রশ্ন ও পূর্ণমান ৭০ নম্বর বরাদ্দ ছিল। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় ছিল এক ঘণ্টা।

দীর্ঘ প্রায় ৯ মাস পর খালাসি পদের নিয়োগ পরীক্ষা (লিখিত/mcq) আনুষ্ঠিত হলো। গত বছরের (২০২১) ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের (২০২২) ২৬ জানুয়ারি পর্যন্ত খালাসী পদের আবেদন করার সুযোগ দিয়েছিল কর্তৃপক্ষ।

রেলওয়ে খালাসী নিয়োগ ২০২২

প্রতিষ্ঠান :বাংলাদেশ রেলওয়ে (Bangladesh railway)
পদের নাম :খালাসী / Khalashi
পদের সংখ্যা :১০৮৬টি
আবেদনের তারিখ :২০ ডিসেম্বর ২০২১ থেকে ২৬ জানুয়ারি ২০২২
নিয়োগ পরীক্ষার তারিখ :২৫ নভেম্বর ২০২২ সকাল ১০টায়
নিয়োগ পরীক্ষার ফলাফলতারিখ ঘোষণা হয়নি
লিখিত (এমসিকিউ) পরীক্ষার নম্বর :৭০ নম্বর
প্রবেশপত্র ডাউনলোড :http://br.teletalk.com.bd
Railway khalasi job exam 2022

বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের ফলাফল ২০২২ কিভাবে জানবেন

বাংলাদেশ রেলওয়ে খালাসী পরীক্ষার রেজাল্ট ২০২২ জানা যাবে https://railway.gov.bd ওয়েবসাইটে (আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার দিন থেকে)।

খালাসী নিয়োগ পরীক্ষার প্রশ্ন পদ্ধতি, বিষয় ও মান বণ্টন

রেলওয়ে খালাসী নিয়োগ পরীক্ষার প্রশ্ন পদ্ধতি ২০২২ railway khalasi question pattern
রেলওয়ে খালাসী নিয়োগ পরীক্ষার প্রশ্ন পদ্ধতি ২০২২ – Bangladesh railway khalasi exam question pattern

  • বাংলাদেশ রেলওয়ের খালাসি পদের নিয়োগ পরীক্ষা হবে ২ ধাপে।
  • প্রথমে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা, সময় ৬০ মিনিট। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে। লিখিত (MCQ) পরীক্ষায় পাস নাম্বার ৫০ শতাংশ, অর্থাৎ ৭০ নাম্বারের পরীক্ষায় পাস নাম্বার ৩৫ নাম্বার।

  • লিখিত পরীক্ষার নম্বর বণ্টন : বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১৫ নম্বর। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ করে। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের রেজাল্ট কবে প্রকাশিত হবে?

বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২৫ নভেম্বর ২০২২ তারিখে। এর রেজাল্ট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে- কয়েক দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে।

আরো পড়ুন :

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *