রেলওয়ে খালাসী পদের পরীক্ষা কবে হবে – পরীক্ষার তারিখ নিয়ে সর্বশেষ খবর
বাংলাদেশ রেলওয়ে খালাসী পদের পরীক্ষা কবে হবে – জানুন পরীক্ষার তারিখ ও দরকারি তথ্য নিয়ে সর্বশেষ খবর। খালাসি পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময়সূচি ও কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ২৫ নভেম্বর সকাল ১০টায় এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
খালাসি পদের নিয়োগ পরীক্ষায় (লিখিত/mcq) মোট ৭০টি প্রশ্ন থাকবে। পূর্ণমান ৭০। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
দীর্ঘ প্রায় ৯ মাস পর খালাসি পদের নিয়োগ পরীক্ষার (লিখিত/mcq) আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হলো। গত বছরের (২০২১) ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের (২০২২) ২৬ জানুয়ারি পর্যন্ত খালাসী পদের আবেদন করার সুযোগ দিয়েছিল কর্তৃপক্ষ।
রেলওয়ে খালাসী নিয়োগ ২০২২
প্রতিষ্ঠান : | বাংলাদেশ রেলওয়ে (Bangladesh railway) |
পদের নাম : | খালাসী / Khalashi |
পদের সংখ্যা : | ১০৮৬টি |
আবেদনের তারিখ : | ২০ ডিসেম্বর ২০২১ থেকে ২৬ জানুয়ারি ২০২২ |
নিয়োগ পরীক্ষার তারিখ : | ২৫ নভেম্বর ২০২২ সকাল ১০টায় |
লিখিত (এমসিকিউ) পরীক্ষার নম্বর : | ৭০ নম্বর |
প্রবেশপত্র ডাউনলোড : | http://br.teletalk.com.bd |
খালাসী নিয়োগ পরীক্ষার প্রশ্ন পদ্ধতি, বিষয় ও মান বণ্টন
- বাংলাদেশ রেলওয়ের খালাসি পদের নিয়োগ পরীক্ষা হবে ২ ধাপে।
- প্রথমে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা, সময় ৬০ মিনিট। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে। লিখিত (MCQ) পরীক্ষায় পাস নাম্বার ৫০ শতাংশ, অর্থাৎ ৭০ নাম্বারের পরীক্ষায় পাস নাম্বার ৩৫ নাম্বার।
- লিখিত পরীক্ষার নম্বর বণ্টন : বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১৫ নম্বর। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ করে। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
খালাসী এডমিট কার্ড
রেলওয়ের খালাসী পদের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর প্রবেশ পত্র (admit card) ডাউনলোড করা যাবে এই লিংক থেকে : http://br.teletalk.com.bd
আরো পড়ুন :