২০১৯ সালের মে ও জুনে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ এর লিখিত পরীক্ষার ফলাফল ১০ সেপ্টেম্বর ২০১৯ (সোমবার) প্রকাশ হতে পারে। ফল প্রকাশের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে আছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে।
৪টি ধাপে নিয়োগ পরীক্ষা হলেও ৬১ জেলার ফল একই দিন প্রকাশ করা হবে ।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়। মন্ত্রণালয় এ বিষয়ে অনুমতি দিয়েছে।
লিখিত পরীক্ষায় প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগে প্রার্থীর সংখ্যা ২৪ লাখের বেশি হওয়ায় ফল তৈরির কাজ শেষ করতে দুই মাসের বেশি সময় লেগে যাচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন ২০১৯ অনুষ্ঠিত হয়।