সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২০ নভেম্বর ২০১৯ (বুধবার) বিকালে এক বিশেষ সভা শেষে পিএসসি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
পিএসসি সূত্র জানায়, লিখিত পরীক্ষায় ৭,১৬১ জন পাস করেছেন। এখন তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় অংশ নেন ২,৩৫,২৯৩ জন।
পিএসসি চেয়ারম্যান মো. সাদিক গণমাধ্যমকে জানান, পিএসসি এবারই প্রথমবারের মতো মাধ্যমিকের সহকারী নিয়োগ পরীক্ষা নিজস্ব তত্ত্বাবধানে গ্রহণ করেছে। সঠিক সময়ে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। বিভিন্ন বিষয়ের ১২ ক্যাটাগরিতে ১,৯৯৯ জনকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, ৪০ ও ৪১ তম বিসিএস সম্পর্কে মো. সাদিক জানান, কাজ চলছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।