২০১৯ সালের হিসাব আনুযায়ী, দেশে সাক্ষরতার হার ৭৩.৯ শতাংশ। গত বছর (২০১৮ সালে) গড় সাক্ষরতার হার ছিল ৭২.৯ শতাংশ। অর্থাৎ, গত ১ বছরে সাক্ষরতার হার বেড়েছে ১ শতাংশ।
‘আন্তর্জাতিক সাক্ষরতার দিবস-২০১৯’ (৮ সেপ্টেম্বর) উপলক্ষে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন এসব তথ্য তুলে ধরবেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, ২০১৯ সালের হিসাবে দেশে বর্তমানে ৫০ থেকে ৬৭ বছর পর্যন্ত সাক্ষরতার হার ৭৩.৩ শতাংশ এবং ৭ থেকে ১৫ বছর পর্যন্ত ৭৩.২ শতাংশ। গড় সাক্ষরতার হার ৭৩.৯ শতাংশ।