শিক্ষা বার্তা

স্কুলের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি ১৯ দিন

সরকারি-বেসরকারি প্রাথমিক স্কুলের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটির তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ইতোপূর্বে প্রকাশিত ২০২২ সালের ছুটির তালিকায় গ্রাষ্মকালীন ছুটি নির্ধারিত ছিল ১৬-২৩ মে ২০২২। তবে এটি পরিবর্তন করে ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করা হয়েছে।

এমতাবস্থায়, গ্রীষ্মকালীন ছুটি হবে ২৮ জুন থেকে ৫ জুলাই ২০২২ আর ঈদুল আজহার ছুটি হবে ৬ থেকে ১৬ জুলাই ২০২২। অর্থাৎ, ঈদ ও গ্রীষ্মের ছুটি মিলিয়ে মোট ১৯ দিন ছুটি পালিত হবে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

School’s eid and summer vacation 2022

স্কুলের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটির তারিখ ২০২২

এডু ডেইলি ২৪