করোনার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্কুল কলেজের ছুটি ১২ জনু পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ছুটির মেয়াদ শেষে ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম, স্কুলে ভর্তি, বিনামূল্যে বই বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। ২৬ মে (বুধবার) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই কথা জানান।
আরো পড়ুন >> স্কুল কলেজ খুলবে ১৩ জুন
শিক্ষামন্ত্রী জানান, ঈদের সময় মানুষের ব্যাপক চলাচলের ফলে করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো কোনো জেলায় বেশি। এসব মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি জুনের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হলো।
এদিকে শিক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রম এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর ২৩ মে ২০২১ তারিখ থেকে আবার শুরু হয়েছে।
এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ৯৩ শতাংশ শিক্ষার্থী এসাইমেন্টে অংশগ্রহণ নিয়েছে। ফলে ঝরে পড়ার আশংকা অনেকটা দূর হয়েছে। এটা নিয়ে গবেষণা হচ্ছে। সারাদেশের ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
টেলিভিশনের ক্লাসের পাশাপাশি স্কুলগুলোতে অনলাইনে ক্লাস হচ্ছে। সারাদেশের ৫০০০ শিক্ষককে অনলাইন ক্লাস করানোর ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
>> edudaily24.com সাইট থেকে সব শ্রেণির সব সপ্তাহের এসাইনমেন্ট পাওয়া যাবে।