স্কুল বন্ধ তাই ক্লাস হবে টিভিতে

Rate this post

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যে স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশের সেরা শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস সংসদ টেলিভিশন চ্যানেলে প্রচারের মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পরিস্থিতির উন্নতি না হলে স্কুল-কলেজ বন্ধের সময়সীমা আরো বাড়তে পারে। আগামী তিন মাসের পরিকল্পনা নিয়ে এই কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

২৪ মার্চ ২০২০ (মঙ্গলবার) থেকে সংসদ টিভিতে পরীক্ষামূলকভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্লাসের ভিডিও সম্প্রচার শুরু হবে। সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যবর্তী সময়ে এই ক্লাসগুলো প্রচারিত হবে। প্রথমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এসব ক্লাস প্রচার করা হবে।

তিনটি স্টুডিওতে এসব ক্লাস রেকর্ডিং করা হচ্ছে। এর মধ্যে একটি স্টুডিও সরকারের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর। বাকি দুটি স্টুডিও হচ্ছে-মোবাইল ফোন অপারেটর রবির স্টুডিও ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডিও।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.