১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ (১৫ জানুয়ারি ২০২০, বুধবার) প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য দেন।
চূড়ান্তভাবে পাস করেছে মোট ১১,১৩০ জন। এর মধ্যে-
১. স্কুল পর্যায় : ৯,০৬৩ জন।
২. স্কুল পর্যায়-২ : ৬১১ জন।
৩. কলেজ পর্যায় : ১৪৬৫ জন।
ফলাফল পাওয়া যাবে http://ntrca.teletalk.com.bd/result ওয়েবসাইটে।
এর আগে, এনটিআরসিএ কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ভাইভা শেষ হওয়ার পর ৬ জানুয়ারি ২০২০ থেকে প্রার্থীদের যাচাই বাছাই শুরু হয়। ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ (১৫ জানুয়ারি) প্রকাশের প্রস্তুতি কার্যক্রম শেষে বিকালের পর চূড়ান্ত ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়, এতে ১৩,৩৪৫ জন পাস করেন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১০,৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১,৬০৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর ভাইভায় স্কুল ও কলেজ পর্যায়ের ১৩,৩৪৫ জন অংশ নেন।