১৫তম শিক্ষক নিবন্ধন-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে ( http://ntrca.teletalk.com.bd/result অথবা, www.ntrca.gov.bd ) ফলাফল প্রকাশ করা হয়।
এবারের নিবন্ধন পরীক্ষায় ১৩,৩৪৫ জন প্রার্থী পাশ করেছেন। এর মধ্যে, স্কুল পর্যায়ে ১০,৯৬৮ জন, স্কুল-২ পর্যায়ে ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১,৬০৭ জন পাশ করেছেন। লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে কর্তৃপক্ষ।
১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১,২১,৬৬০ জন। শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ১০.৯৭ শতাংশ প্রার্থী পাশ করেছেন।
প্রার্থীদেরকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানানো হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে দেড় লাখ প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এর আগে ১৯ এপ্রিল ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হয়। গত ১৯ মে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। পাসের হার ছিল ২০.৫৩ শতাংশ।