১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ২০২২ [17th NTRCA admit card download]

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ২০২২ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ইতোমধ্যে, ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা করেছে NTRCA। ১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল-২, স্কুল পর্যায়ের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ৩০ ডিসেম্বর ২০২২ সকাল ১০টায় ও কলেজ পর্যায়ের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২২ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

১৭ তম শিক্ষক নিবন্ধন ২০২২

কর্তৃপক্ষ : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)
পদ : স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক
মোট প্রার্থী সংখ্যা : প্রায় ১২ লাখ
পরীক্ষার তারিখ : ৩০ ডিসেম্বর ২০২২ (স্কুল-২, স্কুল) ও
৩১ ডিসেম্বর ২০২২ (কলেজ)
ওয়েবসাইট : http://www.ntrca.gov.bd
NTRCA exam 2022

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র / এডমিট কার্ড ডাউনলোড ২০২২

  • ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড লিংক / 17th NTRCA admit card download link : http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php

১৭তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষার্থী প্রায় ১২ লাখ

২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন আবেদন করেন। ওই বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।


ন্যূনতম বয়স ৩৫ বছর

  • এনটিআরসিএ’র সর্বশেষ নিয়ম অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। তাই যাদের এই বয়স পার হয়েছে তাদের পরীক্ষা দেওয়া আর না দেওয়া সমান কথা।

  • করোনাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন আটকে ছিল ১৭তম নিবন্ধন পরীক্ষা। চলতি বছরের (২০২২) এপ্রিলে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিতে এনটিআরসিএ’র জটিলতা নিরসনের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
  • এনটিআরসিএ’র অফিস স্পেসের জটিলতা নিরসন ও সিস্টেম অ্যানালিস্ট নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয় এ জটিলতাগুলো নিরসনের সিদ্ধান্তও নেয়।

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ কবে

পর্যায়তারিখ ও বারসময়
স্কুল-২, স্কুল৩০ ডিসেম্বর ২০২২সকাল ১০-১১টা
কলেজ৩১ ডিসেম্বর ২০২২সকাল ১০-১১টা
NTRCA exam date 2022

17th NTRCA mcq exam date 2022

17th NTRCA mcq exam date 2022 notice pdf download link : http://www.ntrca.gov.bd/sites/default/files/files/ntrca.portal.gov.bd/notices/d1d7c3ff_461a_45fa_a4c6_bf7289657a8c/2022-11-14-03-40-6a497fa340b64f6c553212aff905e873.pdf