চাকরির খবর

৩৮তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশ

৩৮তম বিসিএস চূড়ান্ত ফলাফল আজ (মঙ্গলবার, ৩০ জুন ২০২০) প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৩০ জুন বিকেলে বিশেষ সভা ডেকেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সভা শেষে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

৩৮তম এই বিসিএসে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। সুপারিশ পাওয়া ক্যাডারের মধ্যে সাধারণ ৬১৩, সহকারী সার্জন ২২০, ডেন্টাল সার্জন ৭১, বিভিন্ন টেকনিক্যাল ক্যাডারে ৫৩২ এবং শিক্ষায় ৭৬৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

৩৮তম বিসিএস চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবাইটে : www.bpsc.gov.bd অথবা, সরাসরি এই লিংকে http://103.230.104.194/media/notice/2020/06/30/38_BCS_press_release__cadre-result__1.pdf?fbclid=IwAR39XHFCu1M6cnWKoU-8U-bGX6YjMGy_hbXQ29TevTsA9Ovvj9VlDBoXZUk

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ আগস্টে শেষ হওয়া ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৪,৫৪৬ জন। তাদের মধ্যে পাস করেন ৯,৮৬২ জন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত ফেব্রুয়ারিতে (২০২০) মৌখিক পরীক্ষা শেষ হয়।

এডু ডেইলি ২৪