৪২ তম বিসিএস (বিশেষ) ভাইভার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ভাইভা শুরু হবে ২৩ মে ২০২১, চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। সকাল ১০টা থেকে ভাইভা হবে। প্রথম দিন ২২০ জনের ভাইভা হবে।
৪২ তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ ৬,০২২ জন প্রার্থী ভাইভায় অংশ নেবেন।
৫ মে ২০২১ (বুধবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি ভাইভার এই সময়সূচি প্রকাশ করেছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার
সাক্ষাৎকার পত্র পিএসসির ওয়েবসাইটে (bpsc.gov.bd) আপলোড করা থাকবে। এখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকার পত্রটি ডাউনলোড করতে পারবেন। ডাকযোগে কোনো সাক্ষাৎকার পত্র পাঠানো হবে না।
করোনা মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর (২০২০) ৪২ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। পরীক্ষার ১ মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬,০২২ জন।