রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদে (২০৪৬ জন) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসিএস)।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক (পদ সংখ্যা ৩১৫টি), জনতা ব্যাংক (৩৬৯টি), রূপালী ব্যাংক (৪৭০টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (১৪টি), বাংলাদেশ কৃষি ব্যাংক (৫৩০টি), রাজশাহী কৃষি ব্যাংক (২৮৯টি), বাংলাদেশ হাউজবিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (৪৭টি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (৫টি), কর্মসংস্থান ব্যাংক (৭টি)।
পদের নাম : অফিসার (সাধারণ)।
মোট পদ সংখ্যা : ২০৪৬টি
আবেদন ফি : ২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ০৮ মার্চ ২০২০ রাত ১১.৫৯।
ট্রেকিং পেজ সংগ্রহের শেষ তারিখ : ১০ মার্চ ২০২০ রাত ১১.৫৯।
- আবেদন লিংক : https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
- বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে : https://erecruitment.bb.org.bd/career/feb162020_bscs_17.pdf