মার্কেন্টাইল ব্যাংক বৃত্তি-২০১৯

Rate this post

“মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি-২০১৯” বৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের মতো এ বছরও (২০২০) শিক্ষাবৃত্তি দেবে মার্কেন্টাইল ব্যাংক। এ বৃত্তির আওতায় ২০১৯ সালে জেএসসি/এসএসসি/এইচএসসি এবং সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।

আবেদনের যোগ্যতা :
১. প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ৭০ হাজার টাকারও কম হতে হবে।
২. জেএসসি/এসএসসি/এইচএসসি এবং সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫ থাকতে হবে।
৩. অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা উৎস থেকে প্রার্থী বৃত্তি পেয়ে থাকলে তার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৪. প্রার্থী প্রতিবন্ধী হলে তার জন্য উপরোক্ত শর্তাবলী শিথিলযোগ্য। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বৃত্তির পরিমাণ : জেএসসি বা সমমান স্তরে বৃত্তির পরিমাণ মাসে ১ ,০০০ টাকা; এসএসসি বা সমমানের ক্ষেত্রে মাসে ১,২৫০ টাকা এবং এইচএসসি বা সমমানের ক্ষেত্রে মাসে ১,৭৫০ টাকা। বৃত্তির মেয়াদ ১ বছর (এককালীন প্রদেয়) ।

আবেদনপত্র : মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি-২০১৯ এর আবেদনপত্র পাওয়া যাবে যেখানে : মার্কেন্টাইল ব্যাংকের ওয়েবসাইট- www.mblbd.com/download/Application%20form%20%20for%20Scholarship-2019.doc

আবেদন পাঠানো ঠিকানা : আবেদনপত্র ওপরের লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে ব্যাংকের নিকটস্থ যেকোনো শাখা ব্যবস্থাপকের কাছে বা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ডাকযোগে পাঠাতে হবে। প্রধান কার্যালয়ের ঠিকানা : প্রধান কার্যালয়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সাসটেইনবল ফাইন্যান্স ইউনিট, ৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

বিস্তারিত জানতে মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি-২০১৯ এর বিজ্ঞপ্তি দেখুন- http://www.mblbd.com/download/Circular_Scholarship_2019.jpg

মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি-২০১৯
মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি-২০১৯

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.