পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাবেন ১০ হাজার জন!

Rate this post

ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি অর্থাৎ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাবেন ১০ হাজার জন! চলতি বছরের (২০২১) জুন মাসেই এই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার বরাত দিয়ে আজ (৩০ মে) গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কয়েকটি বিষয় চূড়ান্ত হলে জুন মাসের মাঝামাঝি সময়েই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাছাড়া, এবার কনস্টেবল পদে আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হবে।

২০২০ সালের শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে এবং যোগ্যতা সংক্রান্ত কিছু মানদণ্ড নির্ধারণের কারণে বিজ্ঞপ্তি প্রকাশ পিছিয়ে যায়।

কয়েক বছর ধরে কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড ছিল ন্যূনতম জিপিএ-২.৫ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। তবে এবার যোগ্যতার মানদণ্ড কিছুটা বাড়ানো হচ্ছে। কনস্টেবল আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি করা হতে পারে বলে জানা গেছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।

এছাড়া, এবারের নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এতদিন পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি ছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের উচ্চতার মানদণ্ড ৫ ফুট ৪ ইঞ্চি করা হতে পারে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করা যাবে, তবে শিক্ষাগত যোগ্যতায় যারা এগিয়ে থাকবে, তারা অগ্রাধিকার পাবেন বলে জানা গেছে।

এর আগে, ২০১৯ সালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি পদে নিয়োগ পেয়েছিলেন প্রায় ১০ হাজার জন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.