স্কুল খুললে ১০০০ টাকা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

Rate this post

স্কুল খুললে ১০০০ টাকা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ১৩ জুন থেকে খুলবে সব স্কুল। স্কুল খোলার পরপরই  শিক্ষার্থীদের উপহার হিসেবে এক হাজার করে টাকা দেবে সরকার। জামা-জুতা কেনার জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত কিডস অ্যালাউন্স হিসেবে এই টাকা দেয়া হবে।

প্রাথমিক উপবৃত্তি প্রদান সংক্রান্ত প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী গণমাধ্যমকে জানান, এখন ২০২০ সালের শেষ ৬ মাসের উপবৃত্তি বিতরণ করা হচ্ছে। এটা শেষ হলেই জামা-জুতা কেনার জন্য এককালীন ১০০০ টাকা বিতরণ শুরু হবে। সব ধরনের প্রস্তুতি শেষ। তবে ১৩ জুন স্কুল খুললে, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের স্কুলে আসার উপহার হিসেবে এ টাকা দেওয়া হবে।

যদি কোনো কারণে ১৩ জুন স্কুল খোলা সম্ভব না হয়, তারপরও জুন মাসের মধ্যে এই টাকা শিক্ষার্থীদের দেয়া হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ছয় মাসের উপবৃত্তি বিতরণ চলছে। এ টাকা বিতরণ শেষ হওয়ার পর জুনের ১০ তারিখের পর জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা বিতরণ শুরু হবে।

এককালীন টাকা বিতরণের জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ইতোমধ্যে শেষ হয়েছে। জুনে শিক্ষার্থীদের মায়ের নগদ অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.