আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাবেন ৫০ বাংলাদেশি

Rate this post

২০২২ সাল থেকে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাবেন ৫০ জন বাংলাদেশি। বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি বৃদ্ধির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ কোটা থেকে অতিরিক্ত আরও ৩৩টি বৃত্তি দিয়ে আগামী বছর থেকে বাংলাদেশিদের জন্য ৫০টি কার্যকর করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৩ জুন এক বৈঠকে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আল-ইমামুল আকবার আহমাদ আত-তায়্যিবের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করে এ অনুরোধ জানান। আল-ইমামুল আকবার আগামী বছর থেকে বৃত্তি ৫০টি করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

রাষ্ট্রদূত আরো জানান, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত সমস্যার কথা জানিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রাবাস নির্মাণের কথা বলা হলে আল-ইমামুল আকবার আহমাদ আত-তায়্যিব নীতিগত অনুমোদনে রাজি হন, যা কায়রোর কেন্দ্রস্থল আল-আজহারের ক্যাম্পাসের নিজস্ব জমিতে তৈরি হবে।

স্নাতক শেষ করে মাস্টার্সে থিসিস প্রবেশে দীর্ঘ সময় ব্যয়ের কথা আলোচনা করলে আল-ইমামুল আকবার আহমাদ আত-তায়্যিব এ ব্যাপারেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বাংলা ভাষা সর্বত্র ছড়িয়ে দিতে আল–আজহার বিশ্ববিদ্যালয়ে একটি বাংলা ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার আবেদন করলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে প্রতিবছর ইমাম প্রশিক্ষণ, ইসলামি শিক্ষাবিদ ও শিক্ষা বিভাগ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি সফর বিনিময়ের কথাও আলোচনা হয়েছে বৈঠকে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.