৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীদের করণীয় ২০২২
৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের করণীয় কী – এ ব্যাপারে নির্দেশনামূলক নোটিশ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। পরীক্ষার্থীদের জন্য পালনীয় নিয়মাবলি ও পরীক্ষা চলাকালীন আচরণ সংক্রান্ত কর্তৃপক্ষের এই নির্দেশনা নিচে দেওয়া হলো-
বৃত্তি পরীক্ষার্থীদের করণীয় / নিয়মাবলি
- ১. পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
- ২. পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র বা ক্যালকুলেটর বা মোবাইল সঙ্গে আনা যাবে না।
- ৩. উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্ধারিত স্থানে নাম, কেন্দ্র ও রোল নম্বর ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না।
- ৪. উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
- ৫. উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় কোনো কিছু লেখা যাবে না।
- ৬. খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রেই খসড়ার কাজ করতে হবে, তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে।
- ৭. প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল, রুলার বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না।
- ৮. প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না।
- ৯. পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটরের নিকট জমা দিয়ে পরীক্ষা হল ত্যাগ করতে হবে।
বৃত্তি পরীক্ষা চলাকালীন আচরণ
- ১. পরীক্ষার হলে অন্যের সঙ্গে কথা বলা যাবে না।
- ২. প্রশ্নপত্র ও প্রবেশপত্র ব্যতীত অন্য কোনো অননুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা যাবে না।
- ৩. পরীক্ষার হলে প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না।
- ৪. প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না বা অন্যকে দেখিয়ে সহযোগিতা করা যাবে না।
- ৫. উত্তরপত্র কক্ষ ইনভিজিলেটরের কাছে জমা না দিয়ে উত্তরপত্রসহ পরীক্ষার হল ত্যাগ করা যাবে না।
- ৬. কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন বা বিনষ্ট করা যাবে না।
- ৭. পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা হলের বাইরে থেকে লিখে অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা যাবে না।
- ৮. উত্তরপত্রে আপত্তিকর কিছু লেখা বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না।
- ৯. মোবাইল বা এ–জাতীয় কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
আরো দেখুন : ৫ম শ্রেণির বৃত্তির মডেল টেস্ট ২০২২ (নমুনা প্রশ্ন ও উত্তর) + প্রশ্ন কাঠামো