উপবৃত্তির একাউন্ট নাম্বার সংক্রান্ত দুই বিজ্ঞপ্তি
উপবৃত্তির একাউন্ট নাম্বার সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি বিজ্ঞপ্তি হচ্ছে, উপবৃত্তির পাওয়ার জন্য শিক্ষার্থীরা যেকোনো মোবাইল ব্যাংকিং একাউন্ট (যেমন : বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি) ও যেকোনো (তফসিলি) ব্যাংকের একাউন্ট (অনলাইন) ব্যবহার করতে পারবে। আরেকটি বিজ্ঞপ্তি হচ্ছে, যারা ভুল একাউন্ট নাম্বার দিয়েছিল, তারা একাউন্ট নাম্বার সংশোধনের সুযোগ পাবে।
২০২০ সালের স্নাতক সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি অর্থ বিতরণ করা হয়েছিলো। কিন্তু শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত একাউন্ট নাম্বার ভুল হওয়ার কারণে কিছু সংখ্যক শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বরে উপবৃত্তির অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর উপবৃত্তির অর্থ প্রেরণ করা হলেও অ্যাকাউন্ট নম্বর সক্রিয় না থাকায় উপবৃত্তির অর্থ ফেরত এসেছে।
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির জন্য মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহারসংক্রান্ত নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (HSP) মাধ্যমে ২০২১ সালের ষষ্ঠ, নবম ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপবৃত্তি কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য যেকোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট/যেকোনো তফসিলি ব্যাংকের অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে পারবে। অর্থাৎ এটি সম্পূর্ণ উন্মুক্ত।
উপবৃত্তির টাকা পেতে যেকোনো একাউন্ট নাম্বার ব্যবহারের বিজ্ঞপ্তি :
দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা যাতে উপবৃত্তির অর্থ পেতে পারে সেজন্য অ্যাকাউন্ট নম্বর সংশোধন বা সক্রিয় করা লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপজেলাভিত্তিক তালিকা সংযুক্ত করা হলো।
বর্তমান করোনা পরিস্থিতি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তালিকায় উল্লেখিত শিক্ষার্থীদের ভুল একাউন্ট নম্বর সহ সংশোধনের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ব্যাংক/মোবাইল আর্থিক সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
যেসব শিক্ষার্থীর একাউন্ট নম্বর ভুল থাকায় বা একাউন্ট সক্রিয় নাহ থাকায় টাকা পাননি, তারা আগামী সাত দিনের মধ্যে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট তথ্য সংশোধনের চেষ্টা করবেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবেদনকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, টিউশন ফি, আর্থিক সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ শুরু হয়েছিলো।
এদিকে জানা গেছে, স্নাতক ডিগ্রি পর্যায়ে ২০১৯-২০ সেশন ১ম বর্ষ নিয়মিত শিক্ষার্থীরা এবং ডিগ্রিতে অধ্যায়নরত অন্যান্য শিক্ষার্থীরা, যারা আগে আবেদন করতে পারেননি তাদের উপবৃত্তির আবেদনের সুযোগ ২০২১ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে দেওয়া হতে পারে!