সুখবর! এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি

সুখবর! এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি
সুখবর! এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি
5/5 - (1 vote)

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা ২০২৫-এ এলো দারুণ সুখবর। অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এবারের ঈদে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি পাবে। ফলে দেশের প্রায় ৫ লাখ শিক্ষক ও কর্মচারী এই সুবিধা উপভোগ করবেন।

 

এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বা ঈদ বোনাস কত টাকা বেড়েছে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ বোনাস (উৎসব ভাতা) বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আগামী ঈদুল আজহায় তারা নতুন বোনাস পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের স্বাক্ষরিত এক চিঠিতে এ সম্মতির কথা জানানো হয়।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বোনাস পেতেন। কর্মচারীরা পেতেন ৫০ শতাংশ হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক-কর্মচারীরা উভয়েই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।

 

উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি

গত ১৪ মে ২০২৫, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রেরণ করা হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২১ এপ্রিলের পত্রের পরিপ্রেক্ষিতে ভাতা বৃদ্ধির সম্মতির বিষয়টি উল্লেখ করা হয়।

২২৯ কোটি টাকার পুনঃউপযোজন

চিঠিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ২২৯ কোটি টাকা পুনঃউপযোজন করে উৎসব ভাতা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকরা উপকৃত হবেন।

ব্যয়ের ক্ষেত্রে শর্তাবলি

অর্থ বিভাগের পক্ষ থেকে অর্থ ব্যয়ে কিছু শর্ত আরোপ করা হয়েছে:

  1. ব্যয় করতে হবে সরকার অনুমোদিত আর্থিক বিধি-বিধান অনুসারে।

  2. অর্থটি সংশোধিত বাজেটের আওতাভুক্ত হিসেবেই গণ্য হবে এবং নির্ধারিত কোডে সমন্বয় করতে হবে।

  3. পুনঃউপযোজন করা কোডে ভবিষ্যতে অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না।

  4. প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের দুটি অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

 

দীর্ঘদিনের দাবি পূরণে শিক্ষকদের মধ্যে আনন্দ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিজীবীদের মত সম্পূর্ণ উৎসব ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এবারের অর্থ মন্ত্রণালয়ের এই সম্মতি তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে।

শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত তাদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে এবং উৎসাহ নিয়ে পাঠদান চালিয়ে যেতে সহায়তা করবে। শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছে, এটি শিক্ষকদের মনোবল বৃদ্ধির পাশাপাশি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

শিক্ষক সংগঠনগুলোর প্রতিক্রিয়া

বিভিন্ন শিক্ষক সংগঠন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, উৎসব ভাতা বৃদ্ধি শিক্ষকদের প্রতি সরকারের দায়িত্বশীলতা ও সম্মান প্রদর্শনের একটি উদাহরণ। তবে, তারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পূর্ণাঙ্গ সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.