সচিবালয়ে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ, আহত ৯১

5/5 - (2 votes)

বিভিন্ন নাটকীয়তার পর এইচএসসি পরীক্ষা রাত ৩টায় স্থগিতের জেরে আজ মঙ্গলবার (২২ জুলাই) সচিবালয়ের সামনে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৯১ জন শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে দুইজন—নাফিসা (১৬) ও সামির (১৯)—কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ঢামেকের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিকেল পৌনে ৫টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত একে একে আহতদের হাসপাতালে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত হয়ে প্রায় ৯০ জন শিক্ষার্থী এবং একজন সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে।”

আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন: হাসান (১৮), সেরাতুল (২২), সাকিব (১৯), তানভীর (১৯), রিফাত (১৯), রিজন (২০), সামিয়া (১৮), তামিম (১৯), ইমন (২০), সিয়াম (১৮), সাকিল (২০), মেহেদী (২০), সাদমান (১৮), মারুফ (২২), মাহিন (১৯), রোহান (২০), মুগ্ধ (১৯), মাহিম (২০), সায়েম (১৮), জিদান (২০), নিহার (২০), রায়হান (২০), রোমান (১৮), প্রান্ত (১৯), নাহিদ (২০), অন্তু (২০), বিশাল (২০), ইমরান (২০), আহনাদ (১৮), মাহি (২০), নাঈম (১৮), সামি (১৮), স্বাধীন (২০), তাসিন (১৮), ধ্রুব (১৯), শান্ত (২০), তানিম (২০), আজহারুল (২০), তন্ময় (১৯), জিসান (১৯), রাসেকুন (২০), পারভেজ (২০), বিজয় (১৭), আসাদ (২০), নাফিজ (১৮), সাহিন (২০), কিশোর (১৮), ফারদিন (১৯), শাহরিয়ার (২০), সাঞ্জু (১৯), রাইয়ান (১৯), কনা (২১), আব্দুল খালেক (৬৫), সিনান (১৮), তাসফি (২২), মামুন (২০), আসাদ (২১), আতিক (১৮), সাংবাদিক হাবিব হাসান (মানবজমিন), রাশেদ (১৮), আরাফাত (২০), আলামিন (২০), ফয়সাল (১৭), ফাহাদ (১৮), ইয়াসিন আরাফাত শান্ত (২০), শাকিল (২০), এবং আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় শিক্ষার্থী।

এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা সময়সূচির এমন হঠাৎ পরিবর্তনকে ‘অযৌক্তিক ও শিক্ষার্থীবিরোধী’ বলে দাবি করছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.