ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু | ঈদুল আজহা ২০২৫ টিকিট সময়সূচি প্রকাশ

Rate this post

ট্রেনের অগ্রিম টিকিট : বাংলাদেশ রেলওয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ ২৫ মে থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে ৪ জুনের যাত্রার টিকিট।

Table of Contents

✅ ঈদ যাত্রার অগ্রিম টিকিট অনলাইনে

প্রতিবারের মতো এবারও শতভাগ অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হচ্ছে। কোনো স্টেশনের কাউন্টারে ঈদের আগাম টিকিট পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ে

  • পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট: সকাল ৮টা থেকে

  • পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট: দুপুর ২টা থেকে

🚆 ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চলাচল

নিয়মিত আন্তনগর ট্রেন ছাড়াও ঈদের আগে ও পরে পাঁচটি রুটে মোট ১০টি বিশেষ ট্রেন চলবে।

  • আগামী ৪ থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগে

  • ৯ থেকে ১৪ জুন পর্যন্ত ঈদের পরে

  • ঈদের দিনেও কয়েকটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

📌 বিশেষ ট্রেনের টিকিট শুধুমাত্র স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

🎫 দাঁড়িয়ে যাওয়ার টিকিট

  • প্রতিটি আন্তনগর ট্রেনে মোট আসনের ২৫% টিকিট দাঁড়িয়ে যাওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে।

  • এই টিকিট শুধুমাত্র স্টেশনের কাউন্টারে বিক্রি হবে।

🧍 একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

🎫 অগ্রিম কেনা টিকিট ফেরতযোগ্য নয়


📅 ঈদুল আজহা ট্রেন টিকিট সময়সূচি ২০২৫

তারিখকোন তারিখের টিকিট বিক্রি হবে
২৫ মে৪ জুনের টিকিট
২৬ মে৫ জুনের টিকিট
২৭ মে৬ জুনের টিকিট
৩০ মে৯ জুনের ফিরতি টিকিট
৩১ মে১০ জুনের ফিরতি টিকিট
১ জুন১১ জুনের ফিরতি টিকিট
২ জুন১২ জুনের ফিরতি টিকিট
৩ জুন১৩ জুনের ফিরতি টিকিট
৪ জুন১৪ জুনের ফিরতি টিকিট
৫ জুন১৫ জুনের ফিরতি টিকিট

📢 সরকারি ছুটি ও অফিস সময়

সরকারি সূত্রে জানা গেছে, ৬ জুন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে ৫ জুন থেকে শুরু করে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কর্মঘণ্টা পূরণের জন্য অতিরিক্ত দুই শনিবার অফিস খোলা রাখা হয়েছে।


ট্রেনের অগ্রিম টিকিট, ঈদুল আজহা ট্রেনের সময়সূচি, এবং বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন সম্পর্কিত সব তথ্য পেতে আমাদের সাইটে নজর রাখুন।

ঈদুল আজহা ট্রেন টিকিট ২০২৫ – ঘন ঘন জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

🔹 ১. কখন থেকে ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলো?

২৫ মে ২০২৫ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে ৪ জুনের টিকিট বিক্রি করা হচ্ছে।


🔹 ২. ঈদের অগ্রিম ট্রেন টিকিট কোথা থেকে কেনা যাবে?

শতভাগ অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হচ্ছে। কোনো স্টেশনের কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাবে না।


🔹 ৩. দাঁড়িয়ে যাওয়ার টিকিট কোথা থেকে পাওয়া যাবে?

দাঁড়িয়ে যাওয়ার জন্য বরাদ্দকৃত টিকিট (২৫%) শুধুমাত্র স্টেশনের কাউন্টারে বিক্রি হবে।


🔹 ৪. ঈদ উপলক্ষে কয়টি বিশেষ ট্রেন চলবে?

বাংলাদেশ রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন চালাবে, যা ঈদের আগে ও পরে চলাচল করবে।


🔹 ৫. বিশেষ ট্রেনের টিকিট কী অনলাইনে পাওয়া যাবে?

না, বিশেষ ট্রেনের টিকিট শুধু স্টেশন কাউন্টারে পাওয়া যাবে।


🔹 ৬. একজন যাত্রী সর্বোচ্চ কতটি টিকিট কিনতে পারবে?

প্রতি যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।


🔹 ৭. অগ্রিম কেনা টিকিট কি ফেরত দেওয়া যাবে?

না, অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়


🔹 ৮. ফিরতি টিকিট কখন থেকে পাওয়া যাবে?

ফিরতি টিকিট ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত বিক্রি হবে। যাত্রার তারিখের ১০ দিন আগে টিকিট পাওয়া যাবে।


🔹 ৯. পশ্চিম ও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট কখন বিক্রি হয়?

  • পশ্চিমাঞ্চলের ট্রেন: সকাল ৮টা থেকে

  • পূর্বাঞ্চলের ট্রেন: দুপুর ২টা থেকে


🔹 ১০. ঈদুল আজহার ছুটি কবে থেকে?

সরকারি ছুটি ৫ জুন থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত (সম্ভাব্য) নির্ধারিত হয়েছে, ধরে নেওয়া হয়েছে ৬ জুন ঈদের দিন হিসেবে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *