জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা, অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

Rate this post

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ ঘোষণা করা হয়েছে। আন্দোলনরতরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না

আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা ঘরে ফিরব না যতক্ষণ না আমাদের ন্যায্য দাবি পূরণ হয়।”

আন্দোলনের পেছনে তিন দফা দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকদিন ধরে তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন:

  1. ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু – ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

  2. পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন – ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট কাটছাঁট না করে অনুমোদন করতে হবে।

  3. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অনুমোদন – একনেক সভায় প্রকল্প অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু করতে হবে।

পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অবস্থান কর্মসূচি

বুধবার আন্দোলনের অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীরা জবির ক্যাম্পাস থেকে লংমার্চ শুরু করে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করলে প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হন বলে দাবি করা হয়।

ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

আন্দোলনকারীরা জানিয়েছেন, কোনো সুস্পষ্ট আশ্বাস ছাড়া তারা আন্দোলন থামাবেন না। ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “উপদেষ্টার ব্রিফিং আমাদের জন্য অস্পষ্ট। পরিষ্কার ঘোষণা ছাড়া আমরা কাকরাইল ছাড়ব না।”

প্রশাসনের আশ্বাস ও সরকারের অবস্থান

রাত ১০টার পর আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, দ্রুতই প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *