অনলাইনে ক্লাস নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Rate this post

সেশনজট এড়াতে অনলাইনে ক্লাস নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী এক সপ্তাহের মধ্যে অনলাইনে ক্লাস নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিয়েছে জবি কর্তৃপক্ষ।

২ জুলাই ২০২০ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানের করোনা পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করা হবে।

করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে যে সেমিস্টার চলমান ছিল, সে সেমিস্টারের অসম্পন্ন থিওরিটিক্যাল ক্লাস ও স্নাতক-স্নাতকোত্তর শেষ সেমিস্টারের থিওরিটিক্যল ক্লাস আগামী আগস্ট মাসের (২০২০) মধ্যে সম্পন্ন করা এবং আগামী সেপ্টেম্বর (২০২০) থেকে পরবর্তী সেমিস্টারের থিওরিটিক্যাল ক্লাস শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

মিডটার্ম বা কোনো পরীক্ষা অনলাইনে না নেওয়ার ব্যাপারেও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়। তবে অ্যাসাইনমেন্ট অনলাইনে নেওয়া যাবে।
স্নাতক চতুর্থ বর্ষের ক্লাস সম্পন্ন হওয়ার পর স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে। শিক্ষার্থীদের থিসিস জমা ও ইন্টার্নশিপের বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান/পরিচালক একাডেমিক কমিটির মাধ্যমে ব্যবস্থা নেবেন।

পরবর্তীতে ক্যাম্পাসে ক্লাস শুরু হলে রিফ্রেশমেন্ট ক্লাসের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে এবং তখন ব্যবহারিক ক্লাসও নেওয়া হবে। অনলাইন ক্লাসের ভিডিও ইউটিউব/ফেইসবুক প্ল্যাটফর্মেও যেন আপলোড করা হয়, যাতে শিক্ষার্থীরা যেকোনো সময় তা দেখতে পান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভায় কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যরা অংশ নেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.