অশনি সংকেত! কাপাসিয়ায় একের পর এক হত্যাকাণ্ড, ঝড়ে গেলো আরেক প্রাণ

মাদক চক্রের কারণে এলাকায় অপরাধ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা

5/5 - (1 vote)

সবুজ আহমেদ: ৪ জুলাই দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল হানির দোকান এলাকায় জাহিদুল নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ব্যক্তির বাড়ি সনমানিয়া ইউনিয়নের বরকান্দা গ্রাম। তিনি সনমানিয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বারের ছেলে বলে জানা গেছে।

কিছু দিন আগেও একই এলাকায় মাদককে কেন্দ্র করে এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নে চলছে হরদম মাদক ব্যবসা। ৫ই আগস্টের পর ডিলারশিপ রদবদল হয়েছে মাত্র। এই মাদক পুরো ইউনিয়নকে শেষ করে দিয়েছে। আর মাদককে ঘিরেই সকল অপকর্ম হচ্ছে। মাদক চক্রের কারণে কাপাসিয়া দিন দিন অশান্ত হয়ে উঠছে। সব অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত কাপাসিয়াকে শান্ত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় এক ব্যক্তি জানান, ৫ আগস্টের পর কাপাসিয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। মাদক চক্রের কারণে এলাকায় অপরাধ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই চক্রের সঙ্গে রাজনৈতিক নেতারা জড়িত। কয়েকদিন আগেই করিহাতা ইউনিয়নে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। বারবার এমন নির্মম ঘটনা ঘটছে। এ অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিটি ঘটনায় শুধু হত্যাই নয়, হত্যার শিকার পরিবারগুলোকেও পরে হুমকি-ধমকির মাধ্যমে হয়রানি করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডসহ সব অপরাধের পেছনের হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। কাপাসিয়াকে যেন আর কারও সন্ত্রাসের রাজত্বে পরিণত না হতে হয়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ এখনই প্রয়োজন।

কাপাসিয়ায় দুবৃত্তদের হামলায় জাহিদুল নামে এক যুবক নিহত

 

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *