কাপাসিয়ায় যুবদল নেতা নজরুল ব্যাপারীর উপর হামলা, বিচারের দাবিতে বিক্ষোভ

কাপাসিয়ায় যুবদল নেতা নজরুল ব্যাপারীর উপর হামলা, বিচারের দাবিতে বিক্ষোভ
কাপাসিয়ায় যুবদল নেতা নজরুল ব্যাপারীর উপর হামলা, বিচারের দাবিতে বিক্ষোভ
5/5 - (1 vote)

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ব্যাপারীর (৪০) উপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

২৩ মে ২০২৫ (শুক্রবার) বিকেলে উপজেলার খিরাটি মানিক বাজার এলাকায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: সালাউদ্দিন মুকুলের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শামীম হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী রাশিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব উল্লাহ্, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম সরকার, পরিবারের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলমগীর হোসেন ব্যাপারী।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ব্যাপারী পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে খিরাটী তাঁতেরকান্দা গ্রামীণ সড়কের সরকারীভাবে রাস্তা মেরামত কাজ চলমান। এতে তিনি সাব কন্ট্রাকটর হিসেবে দায়িত্বে রয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) দিবাগত রাতে খিরাটী (তাঁতেরকান্দা) শরীফের মুদি দোকানে বসে রাস্তার কাজের শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করে নিজ বাড়িতে একা ফেরার পথে ইসমাইলের বাড়ির পাশের কলা বাগানের পাশে পাকা রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে বিবাদীগণ তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি ১ নং বিবাদী শামীমের হাতে থাকা ছুরির আঘাতে মাথার বাম পাশে (কানের উপর) ও পিঠের মেরুদন্ডের উপর রক্তাক্ত জখম হয়। এছাড়াও ২ নং বিবাদীর হাতে থাকা দাড়ালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে আত্ম রক্ষার্থে তিনি পড়ে যান। এছাড়াও ডান এবং বাম বাহুতে কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। এসময় অন্যান্য বিবাদীরাও লোহার রড, লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করে। একই সময় পরিহিত প্যান্টের পকেট থেকে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় নজরুল ইসলাম ব্যাপারীর ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে পঙ্গু হাসপাতালে নেয়ার পথে ভিকটিমের অবস্থা খারাপ হওয়ায় রাজধানীর উত্তরা রেডিক্যাল প্রা: হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন।

এদিকে প্রধান আসামি শামীমের বিরুদ্ধে কাপাসিয়া থানায় ধর্ষণ মামলা চলমান। সাধারণ মানুষের দাবী এলাকায় শামীমের উশৃংখল চলাফেরায় অতিষ্ঠ।

এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ওমর ফারুক আকন্দ, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল মঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান ভূঁইয়া নূর, আহ্বায়ক সদস্য সিদ্দিকুর রহমান অপু, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ বাচ্চু মিয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন ভূঁইয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ মিয়া মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ ওসমান গনি,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিন মোড়ল, বঙ্গতাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বাইজিদ হোসেন সুজন, মোঃ জাকির হোসেন ব্যাপারী, মারুফ, নাজিরসহ প্রমুখ নেতাকর্মী ও সাধারণ জনতা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.