স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ
স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবার মাধ্যমে অনলাইনে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ ও আবেদনের অবস্থা জানা যাবে।
অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ দেখার পদ্ধতি ও ধাপ
১. ওয়েবসাইট পোর্টাল ভিজিট: যে কোন ব্রাউজারের এড্রেসবারে https://www.eporcha.gov.bd এড্রেসটি লিখে প্রবেশ করলে খতিয়ান ও মৌজা ম্যাপের সেবা গ্রহণের জন্য পোর্টাল পাওয়া যাবে। প্রয়োজনে পোর্টালে সংরক্ষিত ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন।
২. খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান: এরপর, পোর্টালে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য “সার্ভে খতিয়ান/নামজারি খতিয়ান/মৌজা ম্যাপ” মেনুতে ক্লিক করে নিম্নে কাঙ্খিত খতিয়ান/মৌজা ম্যাপের প্রয়োজনীয় তথ্য (বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা) দিয়ে খতিয়ানটি পাওয়া যাবে। সার্ভে খতিয়ানের ক্ষেত্রে উক্ত খতিয়ানের উপর ডাবল ক্লিক করলে খতিয়ানের হাল-সাবেক দাগ ও বিস্তারিত দেখার এবং আবেদন করার অপশন থাকবে। নামজারি খতিয়ানের ক্ষেত্রে উক্ত খতিয়ানের সাথে আগত খতিয়ানের লিংক দেখা যাবে। খতিয়ান/ম্যাপ আবেদনের জন্য “খতিয়ান/মৌজা ম্যাপ আবেদন ফর্ম” পূরণ করে সরকার নির্ধারিত আবেদন ফি (অনলাইন/সার্টিফাইড কপি)পরিশোধ করার সুযোগ পাবেন।
৩. অনুরোধকৃত আবেদন: খতিয়ান অনুসন্ধান করে না পাওয়া গেলে, খতিয়ান নম্বর দিয়ে অনুসন্ধান করে আবেদন করুন।
৪. সার্টিফাইড কপি: সার্টিফাইড কপি ডেলিভারির জন্য “অফিস কাউনটার/ডাকযোগ” নির্ধারণ করে দিতে হবে। দেশের অভ্যন্তরে ও বাইরে খতিয়ান ডেলিভারি নেওয়া যাবে। খতিয়ান/মৌজা ম্যাপ আবেদন ফর্মে যে ঠিকানা দেওয়া হবে খতিয়ান/মৌজা ম্যাপ সেই ঠিকানায় ডেলিভারি হবে।
৫. ফি পরিশোধ: সব কিছু ঠিক থাকলে খাতিয়ান/মৌজা ম্যাপ আবেদনটি প্রিন্ট করে রাখতে পারেন। এপর্যায়ে, সরকার নির্ধারিত ফি পরিশোধ করার পর উক্ত খতিয়ান/মৌজা ম্যাপ আবেদনের নম্বরটি ও সম্ভাব্য ডেলিভারি তারিখ আবেদনে প্রদত্ত মোবাইলে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে।
৬. আবেদনের অবস্থা: আবেদনকারী আবেদন করার পর যেকোন পর্যায়ে ডিজিটাল ল্যান্ড রেকর্ড পোর্টালে “আবেদনের অবস্থা” বাটনে ক্লিক করে আবেদনের সর্বশেষ অবস্থান দেখতে পারবেন।
আবেদনের স্ট্যাটাস
মর্টগেজ সংক্রান্ত তথ্য যাচাই: https://mutation.land.gov.bd/search-mortgage-info
স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ লিংক
-
- Smart vumi record & map : https://www.eporcha.gov.bd
- Gov. Land service website: https://land.gov.bd
>> ভূমি জরিপ ক্যালকুলেটর (Land Survey Calculator) অ্যাপ ইনস্টল করুন (Click)