স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ

স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ
স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবার মাধ্যমে অনলাইনে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ ও আবেদনের অবস্থা জানা যাবে।

অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ দেখার পদ্ধতি ও ধাপ

১. ওয়েবসাইট পোর্টাল ভিজিট: যে কোন ব্রাউজারের এড্রেসবারে https://www.eporcha.gov.bd এড্রেসটি লিখে প্রবেশ করলে খতিয়ান ও মৌজা ম্যাপের সেবা গ্রহণের জন্য পোর্টাল পাওয়া যাবে। প্রয়োজনে পোর্টালে সংরক্ষিত ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন।

২. খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান: এরপর, পোর্টালে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য "সার্ভে খতিয়ান/নামজারি খতিয়ান/মৌজা ম্যাপ" মেনুতে ক্লিক করে নিম্নে কাঙ্খিত খতিয়ান/মৌজা ম্যাপের প্রয়োজনীয় তথ্য (বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা) দিয়ে খতিয়ানটি পাওয়া যাবে। সার্ভে খতিয়ানের ক্ষেত্রে উক্ত খতিয়ানের উপর ডাবল ক্লিক করলে খতিয়ানের হাল-সাবেক দাগ ও বিস্তারিত দেখার এবং আবেদন করার অপশন থাকবে। নামজারি খতিয়ানের ক্ষেত্রে উক্ত খতিয়ানের সাথে আগত খতিয়ানের লিংক দেখা যাবে। খতিয়ান/ম্যাপ আবেদনের জন্য “খতিয়ান/মৌজা ম্যাপ আবেদন ফর্ম” পূরণ করে সরকার নির্ধারিত আবেদন ফি (অনলাইন/সার্টিফাইড কপি)পরিশোধ করার সুযোগ পাবেন। ৩. অনুরোধকৃত আবেদন: খতিয়ান অনুসন্ধান করে না পাওয়া গেলে, খতিয়ান নম্বর দিয়ে অনুসন্ধান করে আবেদন করুন। ৪. সার্টিফাইড কপি: সার্টিফাইড কপি ডেলিভারির জন্য “অফিস কাউনটার/ডাকযোগ” নির্ধারণ করে দিতে হবে। দেশের অভ্যন্তরে ও বাইরে খতিয়ান ডেলিভারি নেওয়া যাবে। খতিয়ান/মৌজা ম্যাপ আবেদন ফর্মে যে ঠিকানা দেওয়া হবে খতিয়ান/মৌজা ম্যাপ সেই ঠিকানায় ডেলিভারি হবে। ৫. ফি পরিশোধ: সব কিছু ঠিক থাকলে খাতিয়ান/মৌজা ম্যাপ আবেদনটি প্রিন্ট করে রাখতে পারেন। এপর্যায়ে, সরকার নির্ধারিত ফি পরিশোধ করার পর উক্ত খতিয়ান/মৌজা ম্যাপ আবেদনের নম্বরটি ও সম্ভাব্য ডেলিভারি তারিখ আবেদনে প্রদত্ত মোবাইলে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। ৬. আবেদনের অবস্থা: আবেদনকারী আবেদন করার পর যেকোন পর্যায়ে ডিজিটাল ল্যান্ড রেকর্ড পোর্টালে "আবেদনের অবস্থা" বাটনে ক্লিক করে আবেদনের সর্বশেষ অবস্থান দেখতে পারবেন।

আবেদনের স্ট্যাটাস

আবেদনের স্ট্যাটাস / সর্বশেষ অবস্থা যাচাই করতে ক্লিক করুন: https://www.eporcha.gov.bd/application/track
মর্টগেজ সংক্রান্ত তথ্য যাচাই
মর্টগেজ সংক্রান্ত তথ্য যাচাই: https://mutation.land.gov.bd/search-mortgage-info
স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ
শুধুমাত্র আপলোডকৃত উপজেলা (কলাপাড়া, দাউদকান্দি, শাহরাস্তি, পাইকগাছা, সরাইল, জুড়ি, আমতলী, দশমিনা, তিতাস, মেঘনা, রুপসা, পটুয়াখালী সদর, সাঁথিয়া, জকিগঞ্জ, বাজিতপুর, কামলগঞ্জ, বরগুনা সদর, গৌরীপুর, সিলেট সদর, কোম্পানীগঞ্জ, বিশ্বম্বর, বাউফল, তারাগঞ্জ, বাহুবল, বটিয়াঘাটা, টুংগীপাড়া, ফরিদগঞ্জ, কুমিল্লা সদর দক্ষিণ, জৈন্তাপুর, ডুমুরিয়া, বেতাগী, ফুলতলা, টঙ্গি, কুলিয়ারচর, মনপুরা, আশুগঞ্জ, বোয়ালিয়া, দক্ষিণ সুরমা, মোহনপুর, শ্রীমংগল, বেলকুচি, হাইমচর, বামনা, চাঁদপুর সদর, মতলব উত্তর, আটঘরিয়া, মুক্তাগাছা, কচুয়া, সখিপুর, হালুয়াঘাট, ভৈরব বাজার, ময়মনসিংহ সদর, সিংগাইর, হাজীগঞ্জ, কয়রা, বরিশাল সদর, গংগাচরা , ধোবাউড়া, বন্দর, খুলনা সদর, চান্দিনা, অভয়নগর, মতলব দক্ষিণ, সোনারগাঁও) এর তথ্য / স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ পাওয়া যাচ্ছে।

স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ লিংক

>> ভূমি জরিপ ক্যালকুলেটর (Land Survey Calculator) অ্যাপ ইনস্টল করুন (Click)

Rate This Article

1.0
out of 5
★☆☆☆☆
1 rating
5 stars
0
4 stars
0
3 stars
0
2 stars
0
1 stars
1

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.