ভূমি উন্নয়ন কর পরিশোধের নিয়ম
অনলাইনে ভূমি উন্নয়ন কর (Land development tax) পরিশোধ করুন যে কোন সময় দেশের যে কোনো প্রান্ত থেকে। নিচের লিংকে ভিজিট করে অনলাইনে নিবন্ধন এবং ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। তাছাড়া এনআইডি নম্বর, জন্ম তারিখ ও খতিয়ানের তথ্য প্রদান করে যে কোনও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর প্রদান করার সুবিধা চালু করা হয়েছে।
গুরুত্বপূর্ণ সেবা ও লিংক
- অনলাইন ভূমি উন্নয়ন কর (Click)
- রেন্ট সার্টিফিকেট মামলা (Click)
- বাজেট ব্যবস্থাপনা (Click)
- উত্তরাধিকার ক্যালকুলেটর (Click)
- ই-নামজারি আবেদন (Click)
- ভূমি সেবা ওয়েবসাইট (Click)
অনলাইনে ভূমি কর পরিশোধ করবেন যেভাবে
ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে গিয়ে এনআইডি মোবাইল নম্বর, এনআইডি, নাম ঠিকানা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনি পর্চার কপি আপলোড করলেই হোল্ডিং নম্বর এন্ট্রি দিয়ে দিবে ভূমি অফিস। অতপর আপনি হোল্ডিং নম্বর ব্যবহার করে অনলাইনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করেই ভূমি কর পরিশোধ করতে পারবেন।
ভূমি মালিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা গ্রহিতাদেরকে স্বল্প ব্যয়ে, স্বল্প সময় ও সহজ সেবা প্রদানের জন্য সমগ্র বাংলাদেশে ভূমি উন্নয়ন কর ডিজিটাল সফটওয়্যার ব্যবস্থাপনা তৈরী করা হয়েছে। উক্ত সফটওয়্যারে মালিকানাধীন জমির হোল্ডিং রেজিস্ট্রেশনের কার্যক্রম চলছে। এ লক্ষ্যে আপনাকে-
এছাড়া আপনি নিজে জমির মালিকনা সংক্রান্ত তথ্য দিয়ে নিন্মোক্ত উপায় রেজিস্ট্রেশন করতে পারবেন। পদ্ধতিগুলো হলো-(১) অনলাইন পোর্টাল-এ ঢুকে NID ও মোবাইল ফোন নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করার মাধ্যমে:(২) কল সেন্টার নম্বর ১৬১২২ অথবা ৩৩৩ এ ফোন করে NID নম্বর, জন্ম তারিখ এবং জমির তথ্য প্রদান করার মাধ্যমে;(৩) NID ব্যবহার করে যেকোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) এর মাধ্যমে।
সফটওয়্যারে মালিকানাধীন জমির হোল্ডিং রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার কাগজপত্রাদি ২০২৩
- রেকর্ড/খারিজ খতিয়ানের কপি।
- পূর্ববর্তী দাখিলার কপি।
- পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- সচল মোবাইল নম্বর
কিভাবে আপনি ভূমি কর পরিশোধ করবেন?
হোল্ডিং রেজিষ্ট্রেশনের কাজ চলমান রয়েছে। গত ১ জুলাই, ২০২১ খ্রিঃ তারিখ হতে জমির খাজনা অনলাইনে গ্রহণ করা হচ্ছে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন না করলে পরবর্তীতে আপনার জমির খাজনা আদায় করে জমির মালিকানা প্রমাণ করা নিয়ে জটিলতা তৈরি হবে। বর্ণিত কাগজপত্র দিয়ে নিজে অথবা সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমির মালিকানা প্রতিষ্ঠার জন্য কোন ‘ফি’ ছাড়াই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
ক্রমিক নং | বিষয় | পদক্ষেপ (PDF) |
---|---|---|
২.১ | ভূমি উন্নয়ন কর নির্ধারণীর আপত্তি নিষ্পত্তি | ডাউনলোড (Click) |
২.২ | ভূমির ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর নির্ধারণে দাবির আপত্তি আবেদন নিষ্পত্তি | ডাউনলোড (Click) |
২.৩ | পূর্বের রিটার্ন বাতিল বা নতুন রিটার্ন দাখিলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর হার নির্ধারণ | ডাউনলোড (Click) |
২.৪ | সিকস্তি জনিত ভূমি উন্নয়ন করের হার পুনঃনির্ধারণেরর আবেদন নিষ্পত্তি | ডাউনলোড (Click) |
>> ভূমি জরিপ ক্যালকুলেটর (Land Survey Calculator) অ্যাপ ইনস্টল করুন (Click)